রবিবার ছুটির দিনেও ট্রেনযাত্রীদের হয়রানির শেষ নেই। তাঁর উপর পঞ্চায়েত নির্বাচনের কথা মাথায় রেখে আজ ভোটকর্মীদের প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। কিন্তু সব হিসেব গণ্ডগোল হয়ে গেল রবিবার সকালেই। একের পর এক ট্রেন বাতিলের (Train Cancel) জেরায় দুর্ভোগ বাড়ল নিত্যযাত্রীদের। স্টেশনে পৌঁছে ভোগান্তির শিকার হলেন তারকেশ্বর লাইনের ভোটকর্মীরা। অত্যন্ত বিরক্ত হয়ে ভোটকর্মীরা জানান, সকাল সাড়ে দশটায় প্রশিক্ষণ শুরু হওয়ার কথা ছিল। এদিন শেওড়াফুলি স্টেশন থেকে শেষ আপ তারকেশ্বর লোকাল যায় সকাল ৯ টায়। তারপর একের পর এক ট্রেন বাতিল। ভোটকর্মীদের কারোর গন্তব্য ছিল সিঙ্গুর মহামায়া বিদ্যালয়, কাউকে আবার যেতে হত হরিপাল কিংবা তারকেশ্বরে। তাই শেওড়াফুলি থেকে ট্রেন বদলে নির্দিষ্ট গন্তব্যে যেতে গিয়ে এই বিপত্তি।
একে রবিবার, এমনিতেই একাধিক ট্রেন বাতিল থাকে। তার উপর যদি নতুন করে ট্রেন বাতিল করা হয় সেক্ষেত্রে চটজলদি বিকল্প খুঁজে পাওয়া মুশকিল। এদিন রেলের তরফে সকাল ৯টা ৪২ মিনিটের আপ তারকেশ্বর লোকাল, ১০টা ৩২ মিনিটের আপ আরামবাগ লোকাল ও ১০টা ৫৭ মিনিটের আপ তারকেশ্বর লোকাল বাতিল করা হয়। স্কুল অফিস ছুটি থাকায় নিত্যযাত্রীর সংখ্যা আজ কম। কিন্তু ভোটকর্মীরা নির্ধারিত সময়ের অনেক দেরিতে প্রশিক্ষণ কেন্দ্রে পৌঁছন বলে জানা যায়। রেল জানিয়েছে রক্ষণাবেক্ষণ কাজের জন্য একাধিক ট্রেন বাতিল করা হয়েছে।
Be the first to comment