বাংলায় সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর অভিযোগে এবার মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথা বিজেপি নেতা তথাগত রায়ের বিরুদ্ধে দায়ের হল এফআইআর। অভিযোগ, হিংসামূলক প্রচারের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছেন তিনি। রবিবার গিরিশ পার্ক থানায় বিভাস রায় চৌধুরী নামে এক তৃণমূল সমর্থক এই এফআইআর দায়ের করেছেন। তাঁর অভিযোগ, গত ২২ তারিখ নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে একটি ভিডিয়ো পোস্ট করেন তথাগত। যেটি ভুয়ো এবং ধর্মীয় সম্প্রীতির পরিবেশ নষ্ট করতে পারে।
এর আগেও তথাগতর বিরুদ্ধে এফআইআর হয়েছে। মাস কয়েক আগে একটি টেলিভিশন শোয়ে টলিউড অভিনেত্রী তথা অধুনা তৃণমূল নেত্রী সায়নী ঘোষ মন্তব্য করেছিলেন, ‘যে ভাবে জয় শ্রীরাম স্লোগানটিকে রণধ্বনিতে পরিণত করা হয়েছে, তা ভুল। ঈশ্বরের নাম ভালবেসে বলা উচিত।’
সেই শোয়ের পর থেকে শুরু হয় সায়নীকে হুমকির পালা। এমনকি সায়নীর ওই মন্তব্যের পর তাঁর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় তীব্র বাগযুদ্ধে জড়িয়ে পড়েন বিজেপি নেতা তথাগত রায়। ২০১৫ সালে সায়নীর একটি পুরনো টুইট তুলে ধরে তাঁর বিরুদ্ধে আইনের দ্বারস্থ হন তথাগত রায়। আবার পাল্টা তথাগতের বিরুদ্ধেও এফআইআর দায়ের হয়েছিল হেয়ার স্ট্রিট থানায়। সেই অভিযোগে জানানো হয়েছে, যে টুইট করে সায়নী ঘোষ হিন্দু ভাবাবেগে আঘাত করেছেন বলে অভিযোগ উঠছে তা রিটুইট করে একই অপরাধ করেছেন তথাগত। সেই এফআইআর দায়ের করেছেন অজয় দে নামে এক ব্যক্তি।
এদিকে সোনালি গুহ, সরলা মুর্মুরা যখন বিজেপি ছেড়ে ফের তৃণমূলে ফেরার বার্তা দিচ্ছেন, তাঁদের তীব্র কটাক্ষ করেছেন তথাগত। নিজের টুইটার হ্যান্ডেল থেকে তথাগত লেখেন,”যা বলেছিলাম ঠিক তাই। কাছা খুলে যাদের বিজেপিতে স্বাগত করা হয়েছিল, যাদের খাতিরে বিজেপির বিশ-ত্রিশ বছরের পুরোনো কর্মীদের চরম উপেক্ষা করা হয়েছিল তারা সবাই এক এক করে তৃণমূলে ফিরে যাচ্ছে।”
Be the first to comment