আপাতত বঙ্গ বিজেপি বিদায়; তথাগতর টুইট ঘিরে ধোঁয়াশা, পাল্টা কটাক্ষ কুণালের

Spread the love

ফের বিতর্কিত টুইট তথাগতর ৷ লিখেছেন, আপাতত বিদায় পশ্চিমবঙ্গ বিজেপি ৷ তবে পুরভোটের ফলাফলের অপেক্ষায় থাকবেন বলে জানিয়েছেন তিনি ৷ তথাগতর এই টুইট ঘিরেই ধোঁয়াশা তৈরি হয়েছে ৷ তিনি কি বিজেপিকে আপাতত বিদায় দিচ্ছেন নাকি, রাজ্য থেকে বিজেপির বিদায় বলে ইঙ্গিত দিতে চেয়েছেন ৷ যদিও এনিয়ে তথাগত খোলসা করে কিছু বলেননি ৷

শনিবার সকালে তথাগত টুইটে লেখেন, কারুর কাছ থেকে বাহবা পাবার জন্য আমি টুইটগুলো করছিলাম না। দলের কিছু নেতৃস্থানীয় লোক যেভাবে কামিনী-কাঞ্চনে গা ভাসিয়েছিলেন সেটা সম্বন্ধে দলকে সজাগ করার জন্য করছিলাম। এবার ফলেন পরিচীয়তে। পুরভোটের ফলের জন্য প্রতীক্ষায় থাকব। আপাতত বিদায়, পশ্চিমবঙ্গ বিজেপি !”

তথাগতর টুইটের পাল্টা কুণাল ঘোষ আবার টুইট করেছেন কটাক্ষের সুরে ৷ লেখেন, “বাংলার রাজনৈতিক বিনোদন জগতে এ এক অপূরণীয় সাময়িক ক্ষতি। তিনি যে দক্ষতায় দর্শককে হাসাতেন, তাঁর অবদান মানুষ মনে রাখবেন। পাগলা দাশুর নাটকে ‘আবার সে এসেছে ফিরিয়া’-র মত সংলাপের অপেক্ষায় থাকব। তবে কামিনী অংশ বাদ দিলেও কাঞ্চন অংশে সিবিআই, ইডির তদন্তের দাবি থাকলই।”

প্রবীণ বিজেপি নেতা তথাগত রায়কে বারবারই টুইট-বিতর্কে পাওয়া যায় ৷ বিরোধীদের তো বটেই নিজের দলের নেতারাও তাঁর টুইট ফলায় বিদ্ধ হয়েছেন ৷ এদিন এই টুইট ছাড়াও শাসকদলকে খোঁচা দিয়ে টুইট করেছেন তিনি ৷ ত্রিপুরায় শাসকদলের মিছিলকে কটাক্ষ করেছেন ৷ অন্য আরও দু’টি টুইটে রাজ্য সরকারকে আক্রমণ করেছেন ৷ বাদ যায়নি সংবাদমাধ্যমও ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*