গুজরাটের উপকূলে আছড়ে পড়ল তাউটে, বাড়ছে মৃতের সংখ্যা

Spread the love

শক্তি বৃদ্ধি করে অত্যন্ত শক্তিশালী ঘূর্ণিঝড়ের আকার নিয়েছে তাউটে। ইতিমধ্যেই ১৮০ থেকে ১৯০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিতে ছুটছে বছরের প্রথম এই ঘূর্ণিঝড়। সোমবার গুজরাটের পোরবন্দর ও মহুভার মধ্যে আছড়ে পড়ে তেজি তাউটে। ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আগে থেকেই একাধিক রাজ্যে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। যার তোড়ে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আপাতত বন্ধ মুম্বই বিমানবন্দর। বাণিজ্যিক রাজধানীতে ৭০-৭৫ কিলোমিটার বেগে হাওয়া বইছে।

তাউটে আছড়ে পড়ার আগে শনিবার ও রবিবার একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোট ৫ রাজ্যে কাজ করছে বিপর্যয় মোকাবিলা দল। তাউটে মোকাবিলায় প্রস্তুত রয়েছে বায়ুসেনাও। ইতিমধ্যেই ফোনে মহারাষ্ট্র, গুজরাট ও গোয়ার মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*