শক্তি বৃদ্ধি করে অত্যন্ত শক্তিশালী ঘূর্ণিঝড়ের আকার নিয়েছে তাউটে। ইতিমধ্যেই ১৮০ থেকে ১৯০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিতে ছুটছে বছরের প্রথম এই ঘূর্ণিঝড়। সোমবার গুজরাটের পোরবন্দর ও মহুভার মধ্যে আছড়ে পড়ে তেজি তাউটে। ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আগে থেকেই একাধিক রাজ্যে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। যার তোড়ে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আপাতত বন্ধ মুম্বই বিমানবন্দর। বাণিজ্যিক রাজধানীতে ৭০-৭৫ কিলোমিটার বেগে হাওয়া বইছে।
তাউটে আছড়ে পড়ার আগে শনিবার ও রবিবার একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোট ৫ রাজ্যে কাজ করছে বিপর্যয় মোকাবিলা দল। তাউটে মোকাবিলায় প্রস্তুত রয়েছে বায়ুসেনাও। ইতিমধ্যেই ফোনে মহারাষ্ট্র, গুজরাট ও গোয়ার মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Be the first to comment