ট্যাক্স

Spread the love

আর্যতীর্থঃ

ট্যাক্সের বাক্সটি যেন ফাঁকা যায়না ,

সাবান চিরুনি বা সোনা রূপো গয়না
দিতে হবে সবাইকে সবকিছু কর যে,
ট্যাক্স দিও লাভ হলে ট্যাক্স দাও কর্জে।

ট্যাক্স আছে জুতো মোজা বিছানা ও বালিশে
ট্যাক্স দাও হাসিমুখে আর বিনা নালিশে।
ট্যাক্স দাও জমি জমা , ছোটো বড় বাড়িতে,
বাসনে কোসনে ট্যাক্স, সসপ্যানে হাঁড়িতে।

ট্যাক্স দাও ইনকামে, ট্যাক্স আছে খরচায়
ব্যাংকে রাখলে জমা, সেখানেও কর চায়।
ট্যাক্স দাও ডিপোজিটে, ট্যাক্স বসে শেয়ারে,
কাঁচকলা লাভ থাকে ট্যাক্স দিলে এ হারে।

ট্যাক্স দাও বাসেট্রামে, পেট্রোলে ডিজেলে,
ট্যাক্স দাও ডাল ভাত শাক রুটি যা খেলে।
জলে ট্যাক্স স্থলে ট্যাক্স , ট্যাক্স নাকি বাতাসে
পকেটের খুচরোতে ট্যাক্স নেওয়া হাত আসে।

ট্যাক্স দাও শুরু করে , ট্যাক্স দিও পৌঁছে,
স্বচ্ছতে ট্যাক্স দাও, ট্যাক্স দাও শৌচে।
ফলে ট্যাক্স ফুলে ট্যাক্স, মাংস ও মাছেতেও,
পার্কে বসতে ট্যাক্স, বাগানের গাছেতেও।

নেশাতে যে ট্যাক্স লাগে সব্বার জ্ঞাত তা
( বিষাদে রসিক কন ‘ তাই বলে এতটা?’)
ট্যাক্স দিয়ে তবে খেয়ো রেঁস্তোরা খাদ্য,
যাই করো তাতে তুমি ট্যাক্স দিতে বাধ্য।

ট্যাক্স আছে উপহারে, ট্যাক্স আছে জমানোয়,
যা আছে সব দিও, তার আগে থামা নয়।
সর্ষের ফুল বাছা এখনই কি দেখছো
ভাবনাতে নাকি দিতে হতে পারো ট্যাক্সো।

যদি ভাবো ট্যাক্স থেকে ছাড় পাবে মরণে
বদল কোরো হে বাপু চিন্তার ধরণে।
যা কিছু রেখে গেলে আধুলিটি স্থাবরে
বংশধরেরা ট্যাক্স দেবে তার ওপরে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*