রোজদিন ডেস্ক, কলকাতা:- ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে জয়লাভ করল টিম ইন্ডিয়া। বুধবার ইডেন গার্ডেন্সে এই ম্যাচে ভারত ৭ উইকেটে জয়লাভ করেছে। একা অভিষেক শর্মাই ইংল্যান্ডের হাত থেকে কেড়ে নিয়েছে ম্যাচ। সেইসঙ্গে টিম ইন্ডিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ক্রিকেটে গড়লো এক নতুন ইতিহাস। সবথেকে বেশি বল বাকি থাকতেই তারা এই ম্যাচ নিজেদের কোট এ খেলে নিলো।
এই ম্যাচে টস জিতে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন। শুরু থেকেই এই ম্যাচের রাশ টিম ইন্ডিয়ার হাতেই ছিল। মহম্মদ সামিকে প্রথম একাদশে না রাখার কারণে সামান্য কথা শুরু হয়েছিল বটে কিন্তু, আর্শদীপ সিং সেই অভাব পূরণ করে দেন। পাওয়ার প্লে চলাকালীন জোড়া উইকেট শিকার করে জয়ের ভিতটা তিনি প্রস্তুত করে দেন।
এই ম্যাচে অভিষেক শর্মা ৩৪ বলে ৭৯ রান করলেও, ম্যাচ সেরার পুরস্কার বরুণ চক্রবর্তীর হাতে তুলে দেওয়া হয়েছে। তিনি ৪ ওভারে ২৩ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছেন। আগামী শনিবার চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে দ্বিতীয় টি-২০ ম্যাচ ফিক্স করা হয়েছে। চেন্নাইয়ের গরমে ইংল্য়ান্ডের কাছে আগামী ম্যাচও যথেষ্ট চ্যালেঞ্জিং হবে। এই পরিস্থিতিতে এখন এটাই দেখার যে ভারত জয়ের ধারাবাহিকতা কতটা ধরে রাখতে পারে।
Be the first to comment