রোজদিন ডেস্ক :– আজ বুধবার কাক ভোরে তেলেঙ্গানায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। যার কম্পন এতটাই শক্তিশালী ছিল যে মহারাষ্ট্র ও ছত্তিশগড়ের কিছু এলাকায়ও তা বিশেষভাবে অনুভূত হয়েছে। সকালে এমন ভূমিকম্পের জেরে অনেকেই আতঙ্কিত হয়ে ঘর থেকে বেরিয়ে আসেন।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির মতে, সকালে তেলেঙ্গানার মুলুগু জেলায় ৫.৩ রিখটারস্কেল ভূমিকম্প হয়।
হায়দরাবাদেও সেই কম্পন অনুভূত হয়। সকাল ৭টা ২৭ মিনিটে ভূমিকম্প হয়। এর কেন্দ্রটি মাটি থেকে ৪০ কিলোমিটার গভীরে ছিল। এদিন ভূমিকম্পের জেরে কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, তা স্পষ্ট নয়।
তবে, স্থানীয় বাসিন্দাদের মধ্যে বেশি আতঙ্ক তৈরি হয়েছে। এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এটি একটি মাঝারি আঘাতের ভূমিকম্প ছিল এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ের জন্য তদন্ত শুরু করেছে। সিসমোলজি কেন্দ্রের পক্ষ থেকে ভূমিকম্পের ফলস্বরূপ আর কোনো পরবর্তী শক্তিশালী কম্পন হবে কিনা, তা নিয়ে সতর্কতা জারি করা হয়েছে।
Be the first to comment