শূন্যপদ ৭০০, আবেদনপত্র জমা পড়লো ১০ লক্ষ; পড়ুন!

Spread the love
কেরানি নেবে তেলেঙ্গানা সরকার।  শূন্যপদ ৭০০। আবেদনপত্র জমা পড়েছে দশ লক্ষ। তার মধ্যে কয়েকশো পিএইচডি, এম ফিল আর লক্ষাধিক ইঞ্জিনিয়ার। অথচ কেরানি হওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতা ক্লাস টুয়েলভ বলেই হবে বলে জানানো হয়েছে। অন্তত ৩৭২ জন পিএইচডি, ৫৩৯ জন এমফিল, দেড় লক্ষ আবেদনকারী পোস্ট গ্র্যাজুয়েট ও চার লক্ষ  গ্র্যাজুয়েট ও ইঞ্জিনিয়ার।
গ্রামে গ্রামে ভিলেজ রেভেনিউ অফিসারের পোস্টের জন্য এই বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। প্রায় ১১ লক্ষ জন আবেদন করেন। তার মধ্যে শতকরা ৮০ ভাগই রবিবার পরীক্ষা দিতে এসেছিলেন। তেলেঙ্গানার স্টেট পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারপার্সন ঘণ্টা চক্রপানি বলেন, এটা অভূতপূর্ব ঘটনা। আগে যখন তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশের মধ্যে ছিল তখনও এত সংখ্যক আবেদনপত্র জমা পড়েনি।
পরীক্ষা দিতে এসেছিলেন প্রশান্ত নামের এমন একজন বলেন, ”কী করব! আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। কিন্তু কাজ নেই, বিপিও তে কাজ পাই, সেখানে ১৫ হাজার টাকা মাইনে। তার চেয়ে সরকারি চাকরি পেলে নিরাপত্তাও থাকবে। কেরানি তো কী! পে স্কেলও ভালো।” প্রশান্তের বন্ধু দুর্গাপ্রসাদ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তাঁর কথায়, প্রতি পদের জন্য এত জন পরীক্ষা দিতে এসেছে যে পাওয়ার কোনও আশা নেই। এই দুই বন্ধুই এই বছর ইঞ্জিনিয়ারিং পাশ করে বেরিয়েছেন বলে জানান। অথচ কোনও চাকরি না পাওয়ায় তাঁরা জোমাটো আর উবেরে কাজ করছেন. অন্তত বিপিও –র চেয়ে বেশি টাকা পাচ্ছেন বলে তাঁরা জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*