তেরলোক সিংয়ের খুনের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার ১

Spread the love

নিউ জার্সিতে নিজের দোকানেই খুন হয়েছিলেন বছর পঞ্চান্নের এক শিখ ব্যক্তি। নাম তেরলোক সিং। এ বার সেই খুনের ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

১৬ অগস্ট বৃহস্পতিবার তেরলোক সিংকে তাঁর দোকান থেকে ছুরিবিদ্ধ অবস্থায় উদ্ধার করেছিলেন তাঁর তুতো ভাই। ঘটনার ঠিক সাতদিনের মাথায় পুলিশের জালে পাকড়াও হলো অপরাধী। পুলিশ জানিয়েছে ধৃতের নাম রবার্তো উবেইরা। তবে ঠিক কী কারণে এই খুন করা হয়েছে সে বিষয়ে সঠিকভাবে এখনও কিছু জানা যায়নি। মার্কিন মুলুকে শিখ হত্যা ঘটনা ক্রমশ বেড়েই চলেছে। গত কয়েক দিনে তিনজন শিখ ব্যক্তি খুন হয়েছেন। আতঙ্কে দিন কাটাচ্ছেন আমেরিকায় বসবাসকারী শিখ সম্প্রদায়।জানা গিয়েছে, গত ছয় বছর ধরে নিউ জার্সিতে দোকান চালাতেন তেরলোক সিং। তাঁর স্ত্রী ও এক ছেলে ভারতে থাকেন। প্রতিবেশীরা জানিয়েছেন, নিরীহ মানুষ ছিলেন তেরলোক। কারোর সঙ্গে কোনও দিন ঝগড়া হয়নি তাঁর। এরকম একজন মানুষের যে কোনও শত্রু থাকতে পারে সেটা মানতেই পারেননি তেরলোকের পরিবার। আমেরিকায় শিখদের সংগঠন ‘দ্য শিখ কোয়ালিশন’ এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রশাসনের কাছে তাঁরা শিখদের সুরক্ষার জন্য আবেদনও জানিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*