রোজদিন ডেস্ক :-
বিহারে জীবিতপুত্রিকা ব্রত উৎসব চলাকালীন নদী ও পুকুরে পবিত্র স্নান করতে যান ব্রতচারীরা। কিন্তু হঠাৎই ঘটে গেলো এক দুর্ঘটনা।ব্রত মতে নদীতে পবিত্র স্নান করতে গিয়ে ৩৭ জন শিশুসহ ৪৩ জন ডুবে যায় এবং তিনজন নিখোঁজ হয়েছে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে রাজ্য সরকার। বুধবার উৎসব চলাকালীন রাজ্যের ১৫টি জেলায় এই ঘটনা ঘটে।
জীবিতপুত্রিকা উৎসবের সময়, মহিলারা তাদের সন্তানদের মঙ্গলের জন্য একটি উপবাস পালন করে।সেই সময় তারা পবিত্র স্নান যাত্রায় মত্ত থাকেন নদী তে। ঠিক তখনই ঘটে যায় এই ভয়াবহ ঘটনা। একসঙ্গে প্রায় ৪০ জন এর কাছাকাছি শিশু জলপ্রবাহে তলিয়ে যায়।
Be the first to comment