আন্দোলনকারীদের দাবি খারিজ; ইন্টারভিউ দিয়েই হবে নিয়োগ, শূন্যপদের বিজ্ঞপ্তি পর্ষদের

Spread the love

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আগেই এবার শূন্যপদের বিস্তারিত তুলে ধরে নয়া বিজ্ঞপ্তি প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। যেখানে ইন্টারভিউ ছাড়া চাকরির যে দাবি আন্দোলনকারীরা করছেন তা সম্পূর্ণরূপে খারিজ করে দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বুঝিয়ে দেওয়া হয়েছে প্রশিক্ষিত সমস্ত চাকরি প্রার্থীদের আবেদন করতে হবে। ২০১৪ এবং ২০১৭ সালের টেট উর্ত্তীর্ণরা যোগ্যতা অনুযায়ী অংশ নিতে পারবেন। আলাদা করে অগ্রাধিকার দেওয়া হবে না।

নিজেদের সিদ্ধান্তে অনর থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে এদিন যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, সেখানে জানানো হয়েছে প্রাথমিক শিক্ষকের ১১,৭৬৫টি পদে নিয়োগে হবে। আজ (২১ অক্টোবর, ২০২২) বিকেল ৪টে থেকে খুলছে আবেদনের পোর্টাল। টেট উত্তীর্ণ, প্রশিক্ষিত ও টেট প্রার্থী, বয়স ৪০ বছরের মধ্যে থাকলে তবেই আবেদন করা যাবে।

উল্লেখ্য, ২০১৪-র টিচার্স এলিজিবিলিটি টেস্ট-যোগ্য প্রার্থীরা সল্টলেকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অফিসের সামনে লাগাতার ধর্না চালিয়ে যাচ্ছিলেন। তাদের দাবি ছিল কোন রকম ইন্টারভিউ ছাড়া সরাসরি তাদেরকে নিয়োগ করতে হবে। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট বিক্ষোভস্থলে ১৪৪ ধারা বলবত করার নির্দেশ দিলেও বিক্ষোভকারীদের আটকানো যায়নি। এরপর পরিস্থিতি আয়ত্তে আনতে ওই এলাকার মোতায়ন করা হয় বিশাল পুলিশ বাহিনী। মধ্যরাতে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয় ওই স্থান থেকে। এরপর শুক্রবার সকাল থেকে এই ইস্যুকে হাতিয়ার করে ময়দানে নামের রাজনৈতিক দলগুলি। আন্দোলনকারীদের কর্মসূচিতে অংশ নেয় এসএফআই-ডিওয়াইএফআই। বিষয়টি থেকে রাজনৈতিক সুবিধানিতে মাঠে নামতে দেখা যায় বিজেপি ও কংগ্রেসকেও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*