এনডিএ জোট ছাড়তে পারে শিবসেনা, জানুয়ারির বৈঠকেই সিদ্ধান্ত

Spread the love

বিজেপি পরিচালনাধীন এনডিএ জোট ছাড়তে পারে শিবসেনা। খুব শীঘ্রই এই নিয়ে বসতে চলেছে দলের শীর্ষ পর্যায়ের বৈঠক। প্রসঙ্গত, দেশের বিভিন্ন প্রান্তে জোট বদ্ধ হয়ে নির্বাচনে লড়াই করছে শিবসেনা এবং বিজেপি। গেরুয়া শিবিরের এই দুই দল অনেক নির্বাচনে জিতেছে জোটবদ্ধ হয়েই। ২০১৪ সালে মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের সময় থেকে জোট ভেঙে যায়। আলাদা লড়লেও সরকার গঠনের সময় এক হয় শিবসেনা এবং বিজেপি।

কিন্তু, এই মুহুর্তে জোট টিকিয়ে রাখা নিয়ে দ্বিধায় শিবসেনা। সূত্রের খবর, দলীয় নেতাদের নিয়ে বিশেষ বৈঠক ডেকেছেন শিবসেনা প্রধান উদ্ভব ঠাকরে। আগামী ২১ এবং ২২ জানুয়ারি সেই বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকেই বিজেপির সঙ্গে জোট নিয়ে আলোচনা হবে। মূলত ২০১৯ সালের লোকসভা নির্বাচনে শিবসেনার সঙ্গে জোট অক্ষুণ্ণ রাখা হবে কিনা তা নিয়েও শিবসেনার ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে খবর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*