দরজায় কড়া নাড়ছে ৩০ তম চলচ্চিত্র উৎসব, নেই বাংলাদেশ, উদ্বোধনী ছবি ‘গল্প হলেও সত্যি’..

Spread the love

রোজদিন ডেস্ক :-  আন্তর্জাতিক বইমেলার পর এবার আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব থেকেও ব্রাত্য হল বাংলাদেশ। ওপার বাংলার অভ্যুত্থান পর্ব এবং সে দেশে হিন্দু নিপীড়নের কারণে বাংলাদেশ নিয়ে যেভাবে উত্তাল হয়েছে বিশ্ব রাজনীতি, সেই পরিস্থিতিতে এবার কলকাতা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ছবি ঠাঁই পেলো না বলেই জানা যাচ্ছে। প্রতিবারই নিয়ম করে ফিল্ম ফেস্টিভ্যালের নানান বিভাগে বাংলাদেশের ছবির জনপ্রিয়তা নজরে পড়ে। নন্দন চত্বরে জয়া আহসান, চঞ্চল চৌধুরীদের মতো পদ্মাপারের নামজাদা তারকাদের নিয়ে দর্শকদের উন্মাদনাও থাকে তুঙ্গে। কিন্তু এবার যে চিত্রটা অন্যরকম হতে চলেছে তা বেশ স্পষ্ট। বাংলাদেশের অশান্ত পরিস্থিতির জন্যই কি ওপার বাংলার ছবি জায়গা পেল না ফেস্টিভ্যালে? যদিওনএই বিষয়ে অবশ্য মুখ খুলতে চাননি কেউই। তবে শুধুই ফেস্টিভ্যালে বাংলাদেশ ব্রাত্য থাকার ঘটনা নয়। এবার যেন বাংলার এই জনপ্রিয় চলচ্চিত্র উৎসব আগের তুলনায় খানিকটা ফিকে। যার আঁচ পাওয়া গেল শুক্রবারের সাংবাদিক বৈঠকেই। শুধুমাত্র আনুষ্ঠানিক ঘোষণা করেই বৈঠক শেষ হল। এমনকী, প্রতিবারের মতো এবারও টলিউডের পরিচিত মুখের আনাগোনাও ছিল না। এদিন সাংবাদিক বৈঠক থেকে জানা যায় এবারের অথিতি দেশ ফ্রান্স।

৪ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্‍সব। এবছর ৩০ তম বর্ষে পা দিতে চলেছে এই কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল। প্রতি বছরই পশ্চিমবঙ্গ সরকারের তরফে বিশাল বড় করে আয়োজন করা হয় এই অনুষ্ঠান। এই KIFF-এর উদ্বোধনী অনুষ্ঠানের দিকে চোখ থাকে সবার। ৩০ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের থিম সং-এর ভাবনা মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং গানের কথা লিখেছেন ও গেয়েছেন নচিকেতা চক্রবর্তী।

কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হতে চলেছে ধনধান্য অডিটোরিয়ামে। এবছর এই উৎসবের মন্ত্র হলো ‘বাংলার মাটিতে বিশ্বের ছবি’যেহেতু এই বছর ৩০ তম বর্ষে পদার্পণ করতে চলেছে কলকাতা চলচ্চিত্র মহোৎসব ২০২৪। এই উৎসবে দেখানো হবে মোট ২৯ টি দেশের ১৭৫ টি ছবি। যেগুলি নন্দন, রবীন্দ্রসদন, শিশির মঞ্চ, নজরুল তীর্থ, নবীনা, নিউ এম্পায়ার, অজন্তা সিনেমা, মেনোকা সিনেমা, স্টার থিয়েটার, সাউথ সিটি, কোয়েস্ট মল, মেট্রো সিনেমা, মনি স্কোয়ার , ইত্যাদি ছবিঘর ও মাল্টিপ্লেক্সে দেখানো হবে। উদ্বোধনী ছবি হিসাবে এ বছরের বিশেষ আকর্ষণ থাকছে তপন সিনহা র ‘গল্প হলেও সত্যি’….

এবছর এই উৎসবে শতবর্ষ শ্রদ্ধার্ঘ্য তালিকায় রয়েছেন বহু কিংবদন্তি যেমন তপন সিনহা, মার্লব ব্যান্ডো,মার্সেলো মাস্ত্রোইয়ানি, হরিসাধন দাশগুপ্ত, অরুন্ধতী দেবী, আক্কেনেনি নাদেশ্বরা রাও, বংশী চন্দ্রগুপ্ত, মহম্মদ রফি, তলত মহমুদ-সহ আরও অনেকে।

প্রতিবছরই পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আয়োজিত এই কলকাতা চলচ্চিত্র উৎসবে সমানভাবে উপস্থিত থাকেন বলিউডের বিভিন্ন তারকারাও। কিং খান থেকে শুরু করে বিগ বি অমিতাভ বচ্চন। এবছরও উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে দেখা যেতে পারে শাবানা আজমি, জাভেদ আখতার, রাজ্যের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা প্রমূখ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*