আরজি কর মামলায় টাস্ক ফোর্সের কাছে রিপোর্ট চাইল শীর্ষ আদালত, পরবর্তী শুনানি তিন মাস পর

Spread the love

রোজদিন ডেস্ক :- শীর্ষ আদালত গঠিত ন্যাশনাল টাস্ক ফোর্স-এর কাছে চূড়ান্ত রিপোর্ট চাইলেন বিচারপতিরা। মঙ্গলবার দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বে দুই সদস্যের বিচারপতির বেঞ্চে আরজি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলার অষ্টম শুনানি হয়। পরবর্তী শুনানি তিন মাস পর আগামী মার্চ মাসের ১৭ তারিখ।

আরজি করের চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে সুপ্রিম কোর্ট। তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি মনোজ মিশ্র, বিচারপতি জেবি পারদিওয়ালার নেতৃত্বে গঠিত বেঞ্চ চলতি বছরের ২২ আগস্টের শুনানিতে একটি ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করে। সেই সময় সারা দেশের বিভিন্ন হাসপাতালে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপর হিংসার ঘটনা ঘটতে পারে, এই আশঙ্কায় তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ১০ জনের সদস্যের জাতীয় টাস্ক ফোর্স (এনটিএফ) গঠনের নির্দেশ দেয় দেশের সুপ্রিম আদালত। এই কমিটি হাসপাতালে নারী-পুরুষ চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার বিষয়টি খতিয়ে দেখে জাতীয় স্তরে একটি প্রোটোকল তৈরি করবে। তাঁদের কাজের সুযোগ-সুবিধার দিকটিও থাকবে প্রোটোকলের মধ্যে।
মঙ্গলবার, দেশের নতুন বিচারপতির ডিভিশন বেঞ্চ এনটিএফ-কে নির্দেশ দেয় আজ থেকে ১২ সপ্তাহের মধ্যে চূড়ান্ত রিপোর্ট জমা দিতে হবে আদালতে। অষ্টম শুনানিতে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানতে চায়, নিম্ন আদালতে এই মামলার বিচার কোন পর্যায়ে রয়েছে? উত্তরে আরজি করে নির্যাতিতার পরিবারের তরফে প্রবীণ আইনজীবী বৃন্দা গ্রোভার জানান, বিচার চলছে ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই আশা করছে যে, আগামী সপ্তাহে বিচার পর্ব শেষ হবে। পাশাপাশি শীর্ষ আদালত এও জানায়, কোনও পক্ষের যদি মনে হয় বিচারে দেরি হচ্ছে তাহলে তারা দ্রুত শুনানির আবেদন করতে পারে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*