মনমোহনের স্মৃতিসৌধ নির্মাণের জন্য জায়গা বরাদ্দ করল কেন্দ্র

Spread the love

রোজদিন ডেস্ক,কলকাতা :- প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত মনমোহন সিংয়ের স্মৃতিসৌধ নির্মাণের জন্য জায়গা বরাদ্দ করা হবে কেন্দ্রের তরফে। জানিয়ে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। শুক্রবার রাতে এই মর্মে একটি বিবৃতি পেশ করা হয়েছে মন্ত্রকের তরফে।

প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংয়ের স্মৃতিসৌধ শীর্ষক সেই বিবৃতিতে জানানো হয়েছে, শুক্রবার মন্ত্রীসভার বৈঠকে স্মৃতিসৌধ নির্মাণের জন্য জায়গা বরাদ্দ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। বৈঠকের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর পরিবারকে ফোন করে বিষয়টি জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
উল্লেখ্য, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মৃতিসৌধ তৈরির জন্য উপযুক্ত জায়গার আবেদন জানিয়ে শুক্রবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লেখেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। দুই পাতার সেই চিঠিতে তিনি লেখেন, “দেশের মহৎ সন্তানের শেষকৃত্য সেখানেই করা উচিত, যেখানে তাঁর স্মৃতিসৌধ নির্মাণ করা যাবে।” এই বিষয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রনেতাদের প্রসঙ্গও তুলে ধরেন রাজ্যসভায় প্রধান বিরোধী দলনেতা।
খাড়গে আরও বলেন, “দেশ তথা দেশবাসীর মনে বিশেষ স্থানজুড়ে রয়েছেন ডঃ মনমোহন সিং। দেশের উন্নতিতে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর দৃঢ় সংকল্পে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ রাষ্ট্রনেতা তিনি। আমার আশা, তাঁকে উপযুক্ত মর্যাদা দেওয়া হবে।” সেই চিঠির উত্তরে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, খুব শীঘ্রই মনমোহন সিংয়ের স্মৃতিসৌধ নির্মাণের জন্য উপযুক্ত স্থান বরাদ্দ করা হবে। তবে এর জন্য খানিক সময় লাগবে। একটি ট্রাস্ট গঠন করতে হবে। সুতরাং, শেষকৃত্য হওয়ার পরই পরবর্তী পদক্ষেপ করা হবে।
জানা গিয়েছে, শনিবার প্রাক্তন প্রধানমন্ত্রী তথা অর্থনীতিবিদ ডঃ মনমোহন সিংয়ের দেহ বাড়ি থেকে প্রথমে কংগ্রেসের সদর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়৷ এরপর তাঁর অসংখ্য অনুগামীদের নিয়ে শেষযাত্রা পৌঁছবে নয়াদিল্লির নিগমবোধ শ্মশানে। সেখানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বেলা ১১টা ৪৫ মিনিটে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*