রোজদিন ডেস্ক, কলকাতা :- স্যালাইন কাণ্ড নিয়ে তোলপাড় গোটা রাজ্য। এই আবহে এবার মৃত প্রসূতির পরিবারের পাশে দাঁড়ালেন রাজ্যোর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক থেকে মৃত মহিলার পরিবারকে পাঁচ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে পরিবারের এক সদস্যকে দেওয়া হবে চাকরি হবে জানিয়ে দেন তিনি।
এদিন নবান্ন থেকে সাংবাদিক বৈঠক থেকেই মামণি রুইদাসের মৃত্যুতে দুঃখপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে চিকিৎসকদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন তিনি। মমতা বলেন, ‘সঠিক ভাবে চিকিৎসকেরা দায়িত্ব পালন করলে মেদিনীপুর মেডিক্যাল কলেজের ওই মা এবং সদ্যোজাতকে বাঁচানো যেত। এই ঘটনায় ১২ জন চিকিৎসককে সাসপেন্ড করা হচ্ছে।
উল্লেখ্য, গত ১০ জানুয়ারি সাতসকালে মৃত্যু হয় মামণি রুইদাস নামে এক প্রসূতির। এই ঘটনার জেরেই মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ছড়িয়ে পড়ে উত্তেজনা। অভিযোগ ওঠে, মেয়াদোত্তীর্ণ স্যালাইন দেওয়ার কারণে প্রসূতির মৃত্যু হয়েছে। এই ঘটনার পর রবিবার রাতে গ্রিন করিডর করে তিন প্রসূতিকে মেদিনীপুর মেডিক্যাল থেকে নিয়ে আসা হয় কলকাতার এসএসকেএম হাসপাতালে। চলছে চিকিৎসা। সেইসঙ্গে এই স্যালাইন কাণ্ড নিয়ে তড়িঘড়ি তদন্ত কমিটি গড়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। ইতিমধ্যেই ‘বিষাক্ত’ স্যালাইন কাণ্ড নিয়ে স্বাস্থ্য দফতরের কাছে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট। আর এবার এই ঘটনা নিয়ে কর্তব্যরত চিকিৎসকদের একহাত নিলেন মুখ্যমন্ত্রী।
Be the first to comment