নতুন বছরে প্রায় ২ হাজার চিকিৎসকদের সঙ্গে মেগা বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা :– নতুন বছরে প্রথমবার চিকিৎসকদের সঙ্গে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্টেট গ্রিভেন্স রিড্রেসেলের আয়োজন করা সভাতে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। আগামী ২৪ ফেব্রুয়ারি সকাল ১১টা নাগাদ এই সভার আয়োজন করা হয়েছে। সেখানে সিনিয়র, জুনিয়র, সরকারি এবং বেসরকারি সব মিলিয়ে উপস্থিত থাকবেন প্রায় ২ হাজার চিকিৎসক। তবে তাঁরা কোনও চিকিৎসক সংগঠনের ব্যানারে হাজির থাকবেন না এই সভায়। ফলত প্রথমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এতজন চিকিৎসকদের সঙ্গে আলোচনায় বসছেন। যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহল মহল।

বৃহস্পতিবার স্টেট গ্রিভেন্স রিড্রেসেল প্রথম সাংবাদিক বৈঠকের আয়োজন করে। সেখানে উপস্থিত ছিলেন চিকিৎসক সৌরভ দত্ত, যোগীরাজ রায়, সুনেত্রা কবিরাজ এবং দেবযানী বন্দ্যোপাধ্যায়। এই সভা প্রসঙ্গে স্টেট গ্রিভেন্স রিড্রেসেলের চেয়ারপার্সন সৌরভ দত্ত বলেন, “আমরা একটা চিকিৎসকদের নিয়ে সভা করতে চেয়েছিলাম। সেখানেই মুখ্যমন্ত্রী প্রধান অতিথি।” আলোচনার থিম, চিকিৎসার আর এক নাম সেবা। তবে কীভাবে আলোচনা হবে, সেটা নিয়ে আলোচনা, অভিযোগ জানানোর বিষয় থাকবে কি না; তা এখনও পর্যন্ত ঠিক নেই।
প্রসঙ্গত, আরজি কর আবহের মাঝেই ডায়মন্ড হারবারের চিকিৎসকদের নিয়ে সভা করেছিলেন স্থানীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে সেবাশ্রী নামে একটি প্রকল্প চালু করার কথাও তিনি বলেন। এবার চিকিৎসকদের সঙ্গে সভা করবেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নিয়ে জল ঘোলা তৈরি হয়েছে। তবে এই প্রসঙ্গে গ্রিভেন্স রিড্রেসেলের চেয়ারপার্সন সৌরভ দত্ত বলেন, “ডায়মন্ড হারবারের সাংসদ সেখানে উনি ওখানকার চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেছিলেন। ওই সভায় একটি প্রকল্প নিয়ে কথা হয়। আমরা সুযোগ পেয়েছি মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার। এর সঙ্গে ওই বৈঠকের কোনও মিল নেই।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*