রোজদিন ডেস্ক, কলকাতা :- ‘ফাঁসি হলে মনকে সান্ত্বনা দিতে পারতাম’। আদালতে সঞ্জয়ের রায় ঘোষণার পরই চরম আক্ষেপ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরজি করের ধর্ষণ-খুন মামলায় দোষী সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনিয়েছেন বিচারক অনির্বাণ দাস। জেলা সফরে সোমবার মালদহে পৌঁছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “আমরা প্রথম দিন থেকে ফাঁসির দাবি করেছিলাম। এখনও তাই করছি। আদালতের রায় নিয়ে কিছু বলব না। আমরা তো তিনটে মামলায় ফাঁসির সাজা ঘোষণা করিয়ে দিয়েছি, ৫৪ থেকে ৬০ দিনের মধ্যে। এই মামলাও আমাদের হাতে থাকলে অনেক আগেই মৃত্যুদণ্ড ঘোষণা করিয়ে দিতাম। কিন্তু কেসটা আমাদের হাত থেকে কেড়ে নেওয়া হয়েছিল। এই ধরনের নরপিশাচের চরমতম শাস্তি হওয়া উচিত। ফাঁসি হলে মনকে সান্ত্বনা দিতে পারতাম।”
অন্যদিকে নির্যাতিতার পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয় আদালত, যদিও সে বিষয়ে মুখ্যমন্ত্রী এদিন কিছু বলতে চাননি।
Be the first to comment