রোজদিন ডেস্ক :- আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বুধবার এক ধাক্কায় ২ ডিগ্রি নিচে নামলো পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নামল ১৬.২ ডিগ্রি সেলসিয়াসে। ঘানো কুয়াশায় ঢাকলো আজ গোটা কলকাতা সহ দক্ষিণবঙ্গ।
ঘন কুয়াশার সতর্কতা জারি হয়েছে দার্জিলিং-সহ উত্তরবঙ্গের চার জেলায়। কুয়াশার চাদরে ঢাকবে দক্ষিণের তিন জেলাও।
আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে। নিম্নচাপটি ক্রমে পশ্চিম এবং উত্তর-পশ্চিম অভিমুখে শ্রীলঙ্কা উপকূলের গা ঘেঁষে তামিলনাড়ু উপকূলের দিকে এগোবে। বুধবারই এটি স্থলভাগে ঢুকতে পারে। এর জেরেই দক্ষিণবঙ্গে শীতের আসায় বাধা পড়েছে। তবে আগামী ৪৮ ঘণ্টায় অবাধ উত্তুরে হাওয়ার দাপটে পারদ নামবে। দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি কমবে বলে জানিয়েছে আলিপুর। বুধবার থেকেই পারদপতন হবে রাজ্যে। শনিবার শীতের আমেজ অনেকটাই বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। কোথাও কোথাও জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে। তবে তার পর থেকে আগামী তিন দিন গাঙ্গেয় দক্ষিণবঙ্গে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না বলে জানিয়েছে আলিপুর।
বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা মঙ্গলবারের তুলনায় প্রায় ২ ডিগ্রি কম। এ পর্যন্ত এটিই মরসুমের শীতলতম দিন! মঙ্গলবার কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের অন্যান্য এলাকাতেও বুধের সকালে তাপমাত্রা বেশ খানিকটা কমেছে। দমদমে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৩ ডিগ্রি। এ ছাড়া, ঝাড়গ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.০ ডিগ্রি, কল্যাণীতে ১৪.০ ডিগ্রি, শ্রীনিকেতনে ১১.৮ ডিগ্রি, কৃষ্ণনগরে ১৩.০ ডিগ্রি, বর্ধমানে ১২.০ ডিগ্রি, উলুবেড়িয়ায় ১৩.৫ ডিগ্রি এবং বাঁকুড়ায় ১৩.৬ ডিগ্রি।
Be the first to comment