রোজদিন ডেস্ক :- একমাস পর আজ অর্থাৎ মঙ্গলবার সুপ্রিম কোর্টে ফের আর জি কর মামলার শুনানি। গত আগস্টে কলকাতার সরকারি হাসপাতালে কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা করেছিল দেশের শীর্ষ আদালত। সেই মামলার আজ শুনানি নতুন বেঞ্চে। দেশের নতুন বিচারপতি হিসেবে প্রধান বিচারপতি হিসাবে সঞ্জীব খান্না দায়িত্ব নেওয়ার পর তাঁর বেঞ্চে এই প্রথমবার উঠতে চলেছে মামলা। প্রধান বিচারপতি নতুন বেঞ্চে রয়েছেন আরেক বিচারপতি সঞ্জয় কুমার। এই প্রথমবার তাঁরা শুনবেন আর জি করের মতো হাই প্রোফাইল মামলা।
গত চারমাস ধরে শীর্ষ আদালতে মামলা চলছিল অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পার্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চে। ৭ নভেম্বর এই বেঞ্চে ছিল শেষ শুনানি। কারণ, তার পরেরদিন অর্থাৎ ৮ নভেম্বর ছিল প্রাক্তন প্রধান বিচারপতির শেষ কর্মদিবস। পরের সোমবার, ১১ নভেম্বর দায়িত্ব নেন বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। এদিন নতুন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে আরজি কর মামলা শুনানি হবে। আদালত কী রায় বা নির্দেশ দেয়, সেদিকেই নজর সকলের।
Be the first to comment