সুপ্রিম কোর্টে আবারও ডিএ মামলার শুনানি পিছিয়ে গেল

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- সুপ্রিম কোর্টে আবারও বকেয়া মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) মামলার শুনানি পিছিয়ে গেল। মঙ্গলবার দুপুর সাড়ে ৩টে নাগাদ শীর্ষ আদালতের চতুর্থ আদালতকক্ষে বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি এসভিএন ভাট্টির ডিভিশন বেঞ্চ ডিএ মামলা ওঠে। কিন্তু সময়ের অভাবে সেই মামলার শুনানি হয়নি। শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছে, ডিএ মামলায় বিস্তারিত শুনানির প্রয়োজন আছে। আজ সময়ের অভাবে সেটা হচ্ছে না। আগামী মার্চে ফের শুনানি হবে। তবে পরবর্তী শুনানি ঠিক কবে হবে, তা নির্দিষ্টভাবে কিছু জানানো হয়নি। আইনজীবীরা জানিয়েছেন যে বিচারপতি রায়ের অবসরের দিন চলে আসায় নয়া বেঞ্চে ডিএ মামলা উঠবে। তাই ঠিক কবে ডিএ মামলা ফের উঠবে, তা নির্দিষ্টভাবে জানানো হয়নি।

২০২২ সালের নভেম্বর মাসে সুপ্রিম কোর্টে প্রথমবার ডিএ মামলা উঠেছিল। এর মধ্যে অবশ্য দু’দফায় রাজ্যের সরকারি কর্মীদের জন্য ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়া এবং বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ সুপ্রিম কোর্টে মামলা করেন। স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল (স্যাট) এবং কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় গিয়েছিল সরকারি কর্মীদের পক্ষে। গত ২০২২ সালের ২০ মে কলকাতা হাইকোর্ট রাজ্যকে সরকারি কর্মচারীদের কেন্দ্রের সমতুল্য ডিএ দেওয়ার নির্দিশ দিয়েছিল। যদিও হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। আপাতত সেখানেই এই মামলা বিচারাধীন। এর মধ্যে অবশ্য দফায় দফায় ডিএ বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*