রোজদিন ডেস্ক :- শীতের কামড়ে নাজেহাল রাজ্যবাসী। তবে এই শীতের আমেজে শীঘ্রই আবার ফিরে আসতে চলেছে নিম্নচাপ।বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে আরও একটি নিম্নচাপ। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও আন্দামান সাগরের একটি ঘূর্ণাবর্ত ক্রমশ নিম্নচাপে রূপান্তরিত হয়ে তার শক্তি বাড়াচ্ছে বলে খবর। ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকেই তাপমাত্রা বাড়বে। সেইসঙ্গে রাজ্যে ফের বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। জানানো হয়েছে চলতি সপ্তাহের শেষে দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে।
চলতি সপ্তাহান্তে অর্থাৎ শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকতে পারে। কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টি হতে পারে। সপ্তাহান্তে উত্তরবঙ্গেও হালকা বৃষ্টি হতে পারে। কোনও কোনও জেলায় সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে।
কলকাতায় ১৮ ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রির আশেপাশে থাকবে। ১৯ ডিসেম্বর শহরের সর্বনিম্ন পারদ ঘোরাফেরা করবে ১৮ ডিগ্রির ঘরে। ২০ ডিসেম্বর তা কমে ১৭ ডিগ্রি হবে। ২১ থেকে ২৩ ডিসেম্বর ফের তা ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ফিরবে। এর মধ্যে ২০ এবং ২১ ডিসেম্বর শহরের সর্বোচ্চ পারদ যথাক্রমে ২৪ এবং ২৩ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। মঙ্গলবার ভোরে দার্জিলিঙে ৭.২ ডিগ্রি, পুরুলিয়ায় ৭.৫ ডিগ্রি, দমদমে ১৪.৬ ডিগ্রি, ঝাড়গ্রামে ১০.০ ডিগ্রি, কল্যাণীতে ১১.৫ ডিগ্রি, শ্রীনিকেতনে ১১.৪ ডিগ্রি, বর্ধমানে ১২.০ ডিগ্রি, উলুবেড়িয়ায় ১১.২ ডিগ্রি এবং বাঁকুড়ায় ১২.৫ ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা ছিল।
Be the first to comment