সিরিয়ায় যেতে না, যারা আছেন ফিরে আসার আর্জি ভারতের বিদেশ মন্ত্রকের

Spread the love

রোজদিন ডেস্ক :- ক্রমশ হিংসার আঁচ বাড়ছে সিরিয়ায়। সে কারণে ভারতীয় নাগরিকদের সুরক্ষিত রাখতে সিরিয়া ভ্রমণে সতর্কবার্তা জারি করল ভারত সরকার। এক বিবৃতিতে জানানো হয়েছে, সিরিয়ার বর্তমান পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী বিজ্ঞপ্তি না আসা পর্যন্ত ভারতীয় নাগরিকদের সিরিয়া ভ্রমণ এড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে যাঁরা সিরিয়ায় রয়েছন তাঁদের অবিলম্বে বিমানে সিরিয়া ত্যাগ করার পরামর্শ দেওয়া হচ্ছে। যাঁরা ফিরতে পারছেন না তাঁরা যেন সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা রাখেন। সর্বোচ্চ মানের সতর্কতা অবলম্বন করার এবং চলাচল সীমিত রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, বর্তমানে সিরিয়ায় প্রায় ৯০ জন ভারতীয় নাগরিক রয়েছেন, যার মধ্যে ১৪ জন বিভিন্ন জাতিসংঘ সংস্থায় কাজ করছেন। তাঁর কথায়, ‘আমরা সিরিয়ার উত্তরের সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি সম্পর্কে সচেতন। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে’। সিরিয়ায় থাকা ভারতীয় নাগরিকদের জন্য বিদেশ মন্ত্রক দামাস্কাসে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ বজায় রাখার পরামর্শ দিয়েছে। দূতাবাসের জরুরি হেল্পলাইনে +৯৬৩ ৯৯৩৩৮৫৯৭৩ (হোয়াটসঅ্যাপেও উপলব্ধ) এবং ইমেল hoc.damascus@mea.gov.in-এ যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, সিরিয়ায় হায়াত তাহরির আল-শাম-এর নেতৃত্বে বিদ্রোহীরা একটি বড় ধরনের আক্রমণ শুরু করে। ইতিমধ্যেই, বেশ কয়েকটি শহর দখল করেছে এই সংগঠন। বিদ্রোহীদের লক্ষ্য, দামাস্কাস দখল করা যেখানে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারের শাসন রয়েছে। বৃহস্পতিবার এই সংগঠন সিরিয়ার হামা শহর দখল করেছে। জানা গিয়েছে, সংগঠনের পরবর্তী লক্ষ্য হোমস দখল করা। অনলাইনে বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, বিদ্রোহীরা দক্ষিণে দামাস্কাসের পথে এগোচ্ছেন। সেই সময়, শত শত বাসিন্দা হোমস থেকে পালিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে পালাচ্ছেন (যদিও সেই সব ভিডিওর সত্যতা যাচাই করে নি রোজদিন)।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*