রোজদিন ডেস্ক :- মঙ্গলবার সকালে ব্যস্ত কলকাতার বুকে এক্সাইড মোড়ে যাত্রী ও কন্ডাক্টার এর মধ্যে বেঁধে যায় খণ্ডযুদ্ধ। রক্তারক্তি কাণ্ড। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হস্তক্ষেপ করতে হল পুলিশকে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এক্সাইড মোড় এলাকায়।
জানা গিয়েছে, এদিন সকালে এক যুবতী তাঁর মাকে নিয়ে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন।
বাস আসতেই তিনি হাত দিয়ে বাসটিকে দাঁড়াতে বলেন। কিন্তু নির্দিষ্ট স্টপেজে না দাঁড়িয়ে বাসটি কিছুটা এগিয়ে যায়। বাসটি দাঁড় করানোর জন্য কন্ডাক্টারকে ডাকতে থাকেন যুবতী। কিছুটা এগিয়েও যান। সেই দেখে কন্ডাক্টর ওই যুবতীকে ছিনতাইবাজ ভেবে এক চড় কষিয়ে দেন। এই চড় মারাকে কেন্দ্র করে বচসা ছড়িয়ে পড়ে দুই পক্ষের মধ্যে। রাগের মাথায় ওই যুবতীর মা লাঠি দিয়ে বাস কন্ডাক্টরের মাথায় আঘাত করেন। যার ফলে মাথা ফেটে যায় তাঁর। পরে ওই কন্ডাক্টারকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এরপর তিনজনকেই আটক করে ভবাবীপুর থানার পুলিশ।
Be the first to comment