পাঁচ মাসের গর্ভবতী মহিলাকে পেটে লাথি – চপ্পল মেরে গায়ের উপর উঠে দাঁড়ালেন শাশুড়ি

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:-এক গর্ভবতী মহিলাকে শ্বশুরবাড়ির লোকেরা প্রকাশ্যে মারধর করেছে, আর আশপাশের লোকজন কেবল তামাশা দেখেছে। মারধরকারীরা তার বাবা-মাকেও ছাড়েনি।

অনুষা গুপ্ত নামে এক মহিলা এবং এক আর্মি জওয়ান মধুসূদন গুপ্ত কিছুদিন আগে আর্য সমাজ, বিলাসপুরে বিয়ে করেছিলেন।
অনুষা রায়পুরের একটি বেসরকারি হাসপাতালে আয়া হিসেবে কাজ করতেন।
গত ৬ জানুয়ারি রাতে, রাত ১০টার দিকে, অনুষা তার মাকে ফোনে জানান যে তিনি তার স্বামীর সঙ্গে ট্রেনে বাড়ি ফিরছেন। এই সময়, পথের মধ্যে মধুসূদন গুপ্ত বাথরুমে যাওয়ার অজুহাতে হঠাৎ চলন্ত ট্রেন থেকে অদৃশ্য হয়ে যান। ট্রেন বিলাসপুর পৌঁছানোর পরেও তিনি ফিরে না আসায়, অনুষা বিষয়টি তার পরিবারকে জানান।

পরবর্তীতে, অনুষার পরিবার তাকে নিয়ে গৃহগৌড়া থানার অন্তর্গত টেণ্ডা নাওয়াপাড়া গ্রামে যায়। পরের দিন, অনুষা তার বাবা-মার সঙ্গে স্বামী মধুসূদনের গ্রাম টিনমিনিতে পৌঁছান। সেখানে মধুসূদনের খোঁজ করতে গেলে অনুষা এবং তার পরিবারের সঙ্গে অভদ্র আচরণ করা হয়। মধুসূদনের বাবা-মা, মামা এবং অন্যান্যরা তাকে কোথায় লুকিয়েছে তা জিজ্ঞাসা করে গালাগাল এবং অমানবিক আচরণ করে।
এই সময়ে, অনুষা এবং তার পরিবারের সদস্যদের গুরুতর চোট লাগে। আহতদের জেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
পুসাউর থানায় অভিযোগ দায়ের হওয়ার পর পুলিশ ঘটনাটির ওপর 115, 296, 3(5), 351 ধারার অধীনে মামলা নথিভুক্ত করেছে এবং তদন্ত শুরু করেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*