বিধানসভায় গেলেন আরজি করের নির্যাতিতা চিকিৎসকের বাবা-মা, দেখা করলেন বিরোধী দলনেতার সঙ্গে

Spread the love

রোজদিন ডেস্ক :- বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে বিধানসভায় গেলেন আরজি করের নির্যাতিতা চিকিৎসকের বাবা-মা। সেখানে পৌঁছেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন তাঁরা।

জানা গিয়েছে, মঙ্গলবার বেলা সাড়ে ১২টা নাগাদ বিধানসভায় পৌঁছান নির্যাতিতার বাবা-মা। তারপর বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দুর ঘরে গিয়ে দেখা করেন তাঁরা। শুভেন্দু ছাড়া সেখানে বিজেপির অন্য বিধায়কেরাও ছিলেন। এদিন দুটি গাড়িতে করে বিজেপি নেতা সজলের সঙ্গে বিধানসভার মূল গেটে আসেন তাঁরা। প্রথম গাড়িতে ছিলেন বিজেপি নেতা সজল ঘোষ। পিছনের গাড়িতে ছিলেন নির্যাতিতার বাবা-মা। সূত্রের খবর, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির সঙ্গেও দেখা করার কথা রয়েছে তাঁদের।
এদিন শুভেন্দুর সঙ্গে কথা বলার সময় কান্নায় ভেঙে পড়েন নির্যাতিতার মা। তিনি বলেন, ‘আমার পাশে সবাই দাঁড়াচ্ছে, আগামী দিনে আপনাদেরও আমার পাশে চাই। আমার মেয়েটা এমন কী অপরাধ করল, যে তাঁকে এমন নির্মম ভাবে মারা হল?’ এরপরই তিনি আরও বলেন, ‘দেখতে দেখতে ১০০ দিন পেরিয়ে গেল। কিন্তু আজও জানতে পারলাম না, সেই রাতে আমার মেয়ের সঙ্গে কী ঘটেছিল।’ কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন নির্যাতিতার বাবাও। এরপর রুমাল দিয়ে তাঁর চোখের জল মুছিয়ে দেন শুভেন্দু। এরপরই শুভেন্দু আশ্বাস দিয়ে জানান, নির্যাতিতার বিচারের দাবিতে আগামী ১০ ডিসেম্বর শান্তিপূর্ণভাবে, আইন এবং গণতন্ত্র মেনে বিধানসভার ভিতরে এবং বাইরে বিজেপি বিধায়করা ধর্নায় বসবেন। অভিযুক্তদের দ্রুত এবং দৃষ্টান্তমূলক বিচারের দাবিও জানাবেন তাঁরা।
প্রসঙ্গত, গত ৯ আগস্ট আরজি কর মেডিকেল কলেজের জরুরি বিভাগে চারতলার সেমিনার হল থেকে চিকিৎসকের দেহ উদ্ধার হয়। তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই রাজুজ্যড়ে প্রতিবাদ শুরু হয়। এই প্রতিবাদের আঁচ রাজ্য ছাড়িয়ে দেশ-বিদেশে ছড়িয়ে পড়ে। নির্যাতিতার বিচারের দাবিতে চিকিৎসকদের পাশপাশি পথে নামেন সাধারণ মানুষ। বর্তমানে সুপ্রিম কোর্টে বিচার চলছে এই মামলার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*