ফিলাডেলফিয়াতে বাড়ি-অফিসের ওপর ভেঙে পড়ল প্লেন, মৃত্যু হয়েছে এখন পর্যন্ত ৬ জনের

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- আমেরিকাতে আরও এক ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে। ওয়াশিংটন ডিসির পর পেন্সিলভেনিয়া রাজ্যের ফিলাডেলফিয়াতে একটি ছোট প্লেন বিধ্বস্ত হয়েছে, যা বিস্ফোরণ হওয়ার পর আবাসিক এলাকায় পড়ে গিয়ে বেশ কিছু বাড়ি ও অফিসে আগুন লেগে যায়। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

নিউজ এজেন্সি এএফপি স্থানীয় মিডিয়ার বরাত দিয়ে বিমান দুর্ঘটনার খবর দিয়েছে এবং জানায় যে, দুর্ঘটনাটি ভারতীয় সময় শুক্রবার সন্ধ্যা ৬টা নাগাদ ঘটে।
ছোট প্লেনে ২ জন ছিল, কিন্তু এটি একটি শপিং মলের কাছে বিধ্বস্ত হয়ে বাড়ি-অফিসের উপর পড়লে আগুন লেগে যায় এবং অনেক গাড়ি পুড়ে ছাই হয়ে যায়। বাড়িগুলিতেও ক্ষতি হয়েছে।

ফিলাডেলফিয়া অফিস অফ ইমার্জেন্সি ম্যানেজমেন্ট সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে। ফায়ার ব্রিগেড এবং রেসকিউ টিম দুর্ঘটনাস্থলে উপস্থিত। উল্লেখ্য, ফিলাডেলফিয়া পেন্সিলভেনিয়া রাজ্যের সবচেয়ে বড় শহর। এটি রাজ্যের দক্ষিণ অংশে অবস্থিত এবং ডেলাওয়ার নদীর তীরে বসে,যেখানে লক্ষ লক্ষ পর্যটক আসে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*