রিজার্ভ ব্যাঙ্ক-সহ দিল্লির একাধিক স্কুলে বোমাতঙ্কের ইমেল,তদন্তে নেমেছে পুলিশ

Spread the love

রোজদিন ডেস্ক :-  ফের দিল্লির স্কুলে বোমাতঙ্ক। শুক্রবার সকালে দিল্লির ৬টি স্কুলে বোমা রাখা রয়েছে বলে ইমেল মারফত হুমকি দেওয়া হয়। ইতিমধ্যেই পুলিশ, বম্ব স্কোয়াড এবং অনান্য এজেন্সি স্কুলগুলিতে তল্লাশি শুরু করেছে।

পাশাপাশি সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, এদিন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে একটি হুমকি ইমেল এসেছে। ইমেলটি রাশিয়ান ভাষায় লেখা। ব্যাঙ্ক উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এই মর্মে মাতা রমাবাই মার্গ (এমআরএ মার্গ) থানায় অজ্ঞাতপরিচত অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। মুম্বই পুলিশের জোন-১ ডিসিপি-র তত্ত্ববধানে বিষয়টি তদন্ত শুরু হয়েছে।
শুক্রবার সকালেও একইভাবে স্কুলগুলিতে বম্ব রাখার হুমকি ইমেল আসে। দিল্লি ফায়ার সার্ভিসের এক আধিকারিক বলেন, “আমরা আজ সকালে বেশ কয়েকটি স্কুল থেকে ফোন পাই ৷ এগুলির মধ্যে পশ্চিম বিহারের ভাটনগর ইন্টারন্যাশনাল স্কুল, শ্রীনিবাস পুরীর কেমব্রিজ স্কুল এবং পূর্ব কৈশালের ডিপিএস অমর কলোনির স্কুলে হুমকির ইমেল সংক্রান্ত কল পেয়েছি। দমকল বিভাগ, পুলিশ এবং বম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াড স্কুলগুলিতে পৌঁছে তল্লাশি শুরু করেছে।”
সংবাদমাধ্যমকে পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, স্কুলগুলিতে তল্লাশি চলছে। স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের তাদের ছেলেমেয়েদের ক্লাসের না-পাঠানো বার্তা পাঠিয়েছে।” হুমকি ইমেলে লেখা হয়েছে, “এই ইমেল মারফত আপনাকে জানানো হচ্ছে যে, আপনার স্কুলপ্রাঙ্গণে অনেক বিস্ফোরক রাখা আছে। আমি নিশ্চিত যে, স্কুলে প্রবেশ করার সময় আপনারা ছাত্রদের ব্যাগগুলি ঘনঘন পরীক্ষা করবেন না। একটি গোপন ওয়েব গ্রুপ এই কার্যকলাপের সঙ্গে যুক্ত। বোমাগুলি অত্যন্ত শক্তিশালী, যা বিল্ডিং ধ্বংস করতে এবং মানুষের ক্ষতি করতে পারে। ১৩ বা ১৪ ডিসেম্বর আপনার স্কুলে বোমা বিস্ফোরণ ঘটতে পারে।” ইমেলে আরও বলা হয়েছে যে, বোমাগুলি ইতিমধ্যেই গোপন স্থানে রাখা হয়েছে। আমাদের দাবিগুলি নিয়ে এই ইমেলে উত্তর দিন। অন্যথায় বোমা বিস্ফোরণ হবে।”
কেমব্রিজ স্কুলের প্রিন্সিপাল মাধবী গোস্বামী সংবাদমাধ্যমকে জানান, তিনি প্রতিদিনের মতো ইমেল চেক করেত গিয়ে হুমকি মেল দেখতে পান। তিনি বলেন, “আমি পুলিশকে জানিয়েছি। পুলিশ সক্রিয়ভাবে কাজ করেছে। দিল্লি পুলিশ তদন্তের বিষয়ে আমাদের আশ্বস্ত করেছে। আমরা অভিভাবকদের জানিয়েছিলাম যে, আজকে অনলাইনে ক্লাস হবে।”
প্রসঙ্গত, এর আগে ৪ ডিসেম্বর রাত ১১টা ৩৮ মিনিট নাগাদ দিল্লির ৪৪টি স্কুলে একইভাবে বোমা রাখার রয়েছে হুমকি ইমেল এসেছিল। ইমেল প্রেরক দাবি করেছিল, স্কুল ক্যাম্পাসে বম্ব রাখা রয়েছে। বিস্ফোরণ না-ঘটানোর বিনিময়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তি তার ইমেলে ৩০ হাজার ডলার দাবি করেছিল। তবে পুলিশ তল্লাশি চালিয়ে সন্দহজনক কোনও কিছু পায়নি। তারপর পুলিশ ইমেল মারফত এই হুমকিগুলি প্রতারণা বলেছিল।
ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘এরকম চলতে থাকলে বাচ্চাদের উপর এর কী প্রভাব পড়বে? তাদের পড়াশোনার কী হবে?’।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*