রোজদিন ডেস্ক :- এ যেন এক বিরল ঘটনা। নিজের জাত না মেনে বিয়ে করায় ভাই কুপিয়ে খুন করলো বোনকে। পরিবারের অমতে বিয়ে করেছিলেন তিনি। পেশায় মহিলা ছিলেন কনস্টেবল। তাঁর ভাই ঠান্ডা মাথায় খুন করল ইব্রাহিমপত্তনমে। সোমবার সকালে ঘটনাটি ঘটে রায়াপোলে ও এন্ডলাগুড়া হাইওয়ের মাঝে।
নাগামণি নামে যুবতী ওই কনস্টেবলের সম্প্রতি বিবাহ বিচ্ছেদ হয়েছে। তিনি ভিনজাতের এক যুবককে বিয়ে করেছিলেন। যে বিয়েতে বাড়ির লোকের সায় ছিল না। নাগামণির এই সিদ্ধান্তে কুলসম্মান বজায় রাখতে তাঁর ভাই তাঁকে কুপিয়ে খুন করলো।
নাগামণি যখন বাইকে চেপে কাজের জায়গায় যাচ্ছিলেন, তখন তাঁর ভাই তাঁকে পিছু ধাওয়া করে। সেখানে রাস্তার উপরেই কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করা হয়। নাগামণি রায়াপোলে থাকতেন।স্থানীয় বাসিন্দাদের দ্বারা জানা যায়, মাসখানেক আগে পরিবারের অমতে ভিন জাত-গোত্রে বিয়ে করেছিলেন ওই মহিলা পুলিশ কনস্টেবল।কিন্তু অবশেষে বিবাহ বিচ্ছেদ তো হয়ই উপরন্তু তারপরেও তাঁর প্রাণ যায় পারিবারিক আক্রোশে ও প্রতিশোধে।
Be the first to comment