রোজদিন ডেস্ক, কলকাতা:- এবার গুজরাত মিল্ক মার্কেটিং ফেডারেশন রাজ্যে তাদের খুচরো দুধের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। রোজকার প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধিতে নাজেহাল গোটা দেশ। তারই মধ্যে খবর দেশজুড়ে দুধের দাম কমালো আমুল। ডেয়ারি প্রোডাক্ট গুলির মধ্যে আমুল গোল্ড, আমুল তাজা, ও আমুল টি স্পেশাল এর ১ লিটারের প্যাকেটের ওপরে এক টাকা করে কমানো হচ্ছে। তবে এটি কেবলমাত্র ১ লিটার প্যাকেটের উপরেই আপাতত প্রযোজ্য।
সংশোধিত মূল্যের সঙ্গে শনিবার থেকে আমুল গোল্ড ১লি ৬৫ টাকায়, আমুল টি স্পেশাল ১লি ৬১ টাকায় এবং আমুল তাজা ১লি ৫৩ টাকায় পাওয়া যাবে। রাজ্যের ডেয়ারিগুলিতে পর্যাপ্ত পরিমাণ দুধ থাকলে GCMMF-এর অনেক ইউনিয়ন দুধ সংগ্রহের দাম কমিয়ে দেয়। সেই সময় এই ধরনের সুবিধা পাওয়া যায় বলে খবর।
Be the first to comment