রোজদিন ডেস্ক :- এখন মেয়েরা কোথাও নিরাপদ নয়। আজ মেয়েরা পুরুষের সাথে সমান ভাবে চলছে কিন্তু কোথাও না কোথাও গিয়ে মেয়েরা নিরাপত্তা হীনতায় ভোগে। কখন কার মানসিকতা খারাপ হয়ে যাবে এবং সে শিকার বানাবে, তা বলা যায় না। এমনকি এখন ঘরের লোকজন বা পরিচিতদের ওপর বিশ্বাস করাও কঠিন হয়ে গেছে।
এমন পরিস্থিতিতে যদি কোনো অজানা ব্যক্তি অল্প সময়ের পরিচয়ের মধ্যেই অতিরিক্ত আপন করে নেয়, তবে সেটি বিপদের ইঙ্গিত হতে পারে।
ভরতপুরে এক মাস ধরে নিখোঁজ থাকা তরুণীর অপহরণের রহস্য পুলিশ সমাধান করেছে। ওই তরুণী প্রায় এক মাস ধরে নিখোঁজ ছিল। এক মাস পর তরুণীর ভাইয়ের কাছে একটি অজানা নম্বর থেকে ফোন আসে, যেখানে ওই তরুণী নিজেই তার অবস্থান জানায়। জানা যায়, বাড়ির কাছের একটি ক্লিনিক চালানো প্রশান্ত কোহলি নামে এক যুবক তাকে অপহরণ করেছিল এবং বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করছিল।
প্রশান্তের সঙ্গে ওই তরুণীর পরিচয় হয়েছিল চিকিৎসার সময়। একবার অসুস্থ হয়ে পড়লে সে ওই ক্লিনিকে গিয়েছিল। চিকিৎসার পর দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। এক মাস আগে প্রশান্ত তাকে কোনো অজুহাতে ক্লিনিকে ডাকে। সেখানে আগে থেকেই অনেক লোক উপস্থিত ছিল। সবাই মিলে তাকে অপহরণ করে আগ্রা নিয়ে যায়।
একবার নয় ওই তরুণীকে বার বার ধর্ষণ করা হয়। এবং পালা করে করে সকলে এই ঘৃন্য ঘটনাটি ঘটায়।
ভরতপুর থেকে তরুণীকে আগ্রার রুনকতা গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে দুই সপ্তাহ ধরে অভিযুক্তরা পালা করে তরুণীর সঙ্গে ধর্ষণ করে। এরপর তাকে মাঙ্গরেইন নিয়ে যাওয়া হয়, যেখানে পনেরো দিন ধরে তাকে আটকে রাখা হয়। অভিযুক্তদের একজনের মোবাইল চুরি করে কোনোভাবে তরুণী তার ভাইকে ফোন করে পুরো ঘটনা জানায়। ভাই তৎক্ষণাৎ পুলিশকে সব তথ্য জানালে, দ্রুত পদক্ষেপ নিয়ে পুলিশ প্রশান্তসহ অন্যান্য অভিযুক্তদের গ্রেফতার করে।
Be the first to comment