রোজদিন ডেস্ক :– ট্যাব দুর্নীতি নিয়ে যখন উত্তাল গোটা রাজ্য, তখন কন্যাশ্রী প্রকল্পে নিরাপত্তা নিশ্চিত করতে ছয় দফা গাইডলাইন জারি করল নারী, শিশু ও সমাজ কল্যাণ দফতর। স্পেশাল কমিশনারের জারি করা ওই চিঠিতে জানানো হয়েছে, রাজ্যের দেওয়া এই গাইডলাইন মেনেই চলতে হবে সকলকে।
ন্যাশনাল ইনফরমেটিভ সেন্টার (এনআইসি) এই মর্মে একটি এসওপি জারি করেছে। মূলত, তার ভিত্তিতেই বৃহস্পতিবার গাইডলাইন জারি করেছে নবান্ন। সময় মতো এই গাইডলাইন মানা হয়েছে কি না, তা দ্রুত জানাতে হবে এনআইসিকে।
গাইডলাইন অনুযায়ী –
প্রথমত, প্রতিটি অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিসেট করতে হবে।
দ্বিতীয়ত, কম্পিউটারের সঙ্গে সংযুক্ত যাবতীয় সরঞ্জামের সফটওয়্যার আপডেট করতে হবে।
তৃতীয়ত, কোনও কম্পিউটার যদি ভাইরাস আক্রান্ত হয়, তবে সেই কম্পিউটারটি বাদ দিতে হবে।
চতুর্থত, ফায়ারওয়াল, অ্যান্টিভাইরাস, অ্যান্টি রামসামওয়ার, ম্যালওয়ার, অ্যান্টি এক্সপ্লয়েড সফটওয়্যার ইন্সটল করতে হবে।
পঞ্চমত, নিয়মিত সিস্টেম স্ক্যান করতে হবে।
সর্বশেষ, ব্যবহারকারীদের গুরুত্বপূর্ণ নথি বা তথ্য কোনও ওয়েবে, মেলে যেন সেভ করা হবে না।
সময়মতো এই গাইডলাইনগুলো মানা হয়েছে কিনা, তা দ্রুত জানাতে হবে এনআইসিকে। সবমিলিয়ে ট্যাব দুর্নীতির পুনরাবৃত্তি আর যাতে না হয়, সামাজিক প্রকল্পগুলির জন্য রাজ্যের কোষাগার যে অর্থ দেওয়া হচ্ছে, তা যাতে কোনওভাবে নয়-ছয় না হয়, তার জন্য কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে যেভাবে ট্যাবের টাকা পৌঁছানো নিয়ে হইচই হচ্ছে, তার প্রেক্ষিতে সরকার চাইছে না অন্য যে সমস্ত প্রকল্পে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে অর্থ পৌঁছে যায়, সেখানে একই ঘটনার পুনরাবৃত্তি হোক ৷ মনে করা হচ্ছে, সেই কারণেই এই সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে গাইডলাইন দেওয়া হল ।
পাশাপাশি কন্যাশ্রী প্রকল্পকে সামনে রেখেই গোটা দেশে প্রশংসিত হয়েছে রাজ্য। সেই প্রকল্পে যাতে একইভাবে কোনও অস্বস্তিতে পড়তে না হয় রাজ্যকে, তাই এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হল৷
Be the first to comment