রোজদিন ডেস্ক :– শনিবার বিকেলে বরেলির বাহেরি স্টেশনের কাছে এক মানসিক অসুস্থ মহিলা রেললাইনের উপর দিয়ে হেঁটে যাওয়ার কারণে চলন্ত ট্রেন থামাতে বাধ্য হলেন লোকো পাইলট। লাল কুয়ান-বরেলি ডেমু ট্রেনের হর্ন বাজালেও ওই মহিলা দাঁড়াননি সেই দেখে শেষ পর্যন্ত ট্রেন আর এগোয়নি, চালক ট্রেন থামাতে বাধ্য হন। বিভ্রান্ত যাত্রীরা তদন্ত করতে নেমে দেখেন যে ওই মহিলা ট্র্যাকের উপর দিয়ে চলেছে।
রেললাইনের পাশে থাকা পথচারীরা ড্রাইভারকে থামানোর জন্য সংকেত দেয় এবং পরে মহিলাটিকে ট্র্যাক থেকে সরিয়ে দেয়। ট্রেনটিকে ৫ মিনিট দাঁড়িয়ে থাকার পর ছেড়ে দেওয়া হয়। কিছু দর্শক ঘটনাটি মোবাইলে তুলে রাখেন। এবং তখনই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।ট্রেনের গতি কম হলে তালপুরা এলাকার কাছে মহিলাটিকে দেখা যায় বলে জানা গেছে। ভাইরাল ভিডিওর বিষয়ে কর্তৃপক্ষ এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।
महिला को लोगों ने लाख तरीके से समझाया लेकिन रील-धुन में मगन यह तब तक नहीं मानी जबतक रील बन नहीं गया । यह होती है रील साधना ।
— Narendra Nath Mishra (@iamnarendranath) December 15, 2024
Be the first to comment