রোজদিন ডেস্ক, কলকাতা:- বাড়ির সামনেই গুলিবিদ্ধ হলেন মালদা তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা বাবলা ওরফে দুলাল সরকার। বাড়ির ৫০০ মিটারের মধ্যে নর্থ পয়েন্ট স্কুলের সামনে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে চারটে গুলি চালায়। যার মধ্যে তিনটে গুলিই দুলাল সরকারের গায়ে গিয়ে লাগে। এরপরই গুরুতর জখম অবস্থায় তাঁকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার পিছনে কোনও রাজনৈতিক কারণ রয়েছে, নাকি ব্যক্তিগত আক্রোশেই গুলি চালানো হয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, আজ সকাল ১০টা নাগাদ নিজের অফিস থেকে প্লাইউডের কারখানার দিকে যাচ্ছিলেন দুলাল সরকার। সেই সময় দু’টি মোটরবাইকে চারজন দুষ্কৃতী মুখ ঢাকা অবস্থায় পিছন থেকে তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। তৃণমূল নেতার মাথায় একাধিক গুলির আঘাত লেগেছে বলে খবর পাওয়া যাচ্ছে।
তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে মালদা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে মালদা মেডিক্যাল হাসপাতালে ছুটে আসেন জেলাশাসক, পুলিশ সুপার এবং দলীয় ও বিরোধী কাউন্সিলররা। তৃণমূল নেতার অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষেন্দু নারায়ণ চৌধুরী জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে, তৃণমূল নেতা ফিরহাদ হাকিম ও গৌতম দেব এখানে আসছেন ৷
চাঁচলের বিধায়ক নীহাররঞ্জন ঘোষ বলেন, “চাঁচল থেকে ফিরছিলাম। রাস্তাতেই খবর পাই বাবলা (দুলাল) সরকারকে গুলি করা হয়েছে। দু’টি মোটরবাইকে চারজন দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে পিছন থেকে গুলি চালায়। তাঁর তিন-চারটে গুলি লেগেছে। এমন ঘটনায় আমাদের মতো জনপ্রতিনিধিদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে।”
Be the first to comment