মাথায় গুলি লেগে মৃত্যু হল আপ বিধায়কের

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- দিল্লিতে বিধানসভা নির্বাচন আসন্ন। আম আদমি পার্টি, কংগ্রেস ও বিজেপির ত্রিমুখী লড়াইয়ে জমজমাট রাজনীতির তখৎ দখলের লড়াই। তারমধ্যেই মৃত্যু হল আপ বিধায়ক গুরপ্রীত গোগি বাস্সির। আম আদমি পার্টির এই নেতা লুধিয়ানা পশ্চিম থেকে জিতে বিধায়ক হন। হাসপাতাল সূত্রে খবর, গুলির ক্ষতস্থানে সংক্রমণের কারণে তাঁর মৃত্যু হয়েছে।

সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে তাঁর মাথায় লেগেছিল। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের দাবি, নিজেই ‘ভুলবশত’ নিজের মাথায় গুলি করেন গুরপ্রীত। তিনি গুলি চালিয়েছিলেন, তা মাথায় লাগে। সেখানে সংক্রমণ শুরু হয়ে মারা যান তিনি। যদিও আপ বিধায়কের মৃ্ত্যুর প্রকৃত কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। গোগি ২০২২ সালে আম আদমি পার্টিতে যোগ দেন। গত বিধানসভা নির্বাচনে লুধিয়ানার দু’বারের প্রাক্তন কংগ্রেস বিধায়ক ভারত ভূষণ আশুকে হারান তিনি।
ডেপুটি কমিশনার অফ পুলিশ (ডিসিপি) জসকরণ সিং তেজা বলেন, ‘‘ঘটনাটি শুক্রবার মধ্যরাতে ঘটেছে। তাঁকে রাত ১২টা নাগাদ দয়ানন্দ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। গুরপ্রীত গোগির পরিবারের দাবি, তিনি নিজেই গুলি চালিয়েছিলেন। তা তাঁর মাথায় লাগে। গুরপ্রীতের দেহ ডিএমসি হাসপাতালের মরচুয়ারি’তে রাখা রয়েছে। কাল ময়নাতদন্ত করা হবে। তারপরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তদন্ত চলছে ৷’’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*