২৬/১১-র মুম্বই হামলার ঘটনায় অন্যতম অভিযুক্ত তাহাউর রানাকে ভারতে আনতে ছাড়পত্র দিল মার্কিন সুপ্রিম কোর্ট

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা :- অবশেষে পাওয়া গেল ছাড়পত্র। ২০০৮ সালে মুম্বই হামলার ঘটনায় অন্যতম অভিযুক্ত তথা এই সন্ত্রাসবাদী ঘটনার অন্যতম চক্রী তাহাউর রানাকে ভারতে আনতে আর কোনও আইনি বাধা রইল না। কারণ, মার্কিন সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, মার্কিন সরকার এবার তাহাউর রানাকে ভারতের হাতে তুলে দিতে পারবে। অর্থাৎ – তাহাউর রানার প্রত্যর্পণে ছাড়পত্র দিয়ে দিল আমেরিকার শীর্ষ আদালত। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে এই খবর সামনে এসেছে।

প্রসঙ্গত, তাহাউর রানা ভারতের হাতে তুলে দেওয়ার জন্য দীর্ঘ সময় ধরেই সওয়াল করে আসছিল নয়াদিল্লি। ভারতের দাবি, পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার এই নাগরিকই হলেন সেই ব্যক্তি, যিনি ২০০৮ সালের মুম্বই হামলার ঘটনায় অন্যতম চক্রী। তাই ভারতের বিচারব্যবস্থার অধীনেই তাঁর বিচার হওয়া উচিত।
কিন্তু, তাহাউর রানা প্রথম থেকেই ভারতের এই প্রত্যর্পণের দাবি অস্বীকার করে আসছেন। এমনকী, ভারতে প্রত্যর্পণ ঠেকাতে আমেরিকায় একের পর এক আইনি লড়াইয়েরও দ্বারস্থ হন তিনি।
যদিও সেই আইনি লড়াইয়ে আগেই মার্কিন নিম্ন আদালতে রানার পরাজয় হয়েছিল। আমেরিকার নিম্ন আদালত রানাকে ভারতের হাতে তুলে দেওয়ার পক্ষে রায় দিয়েছিল। কিন্তু, রানা সেই রায়কে চ্যালেঞ্জ করে মার্কিন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। কিন্তু, সেখানেও তাঁকে পরাজিত হতে হল।
প্রসঙ্গত, এর আগে ভারতে প্রত্যর্পণ ঠেকাতে আমেরিকার একাধিক নিম্ন আদালত ও ফেডারেল কোর্টের কাছে আর্জি জানিয়েছেন রানা। কিন্তু, কোনও ক্ষেত্রেই সাফল্য পাননি তিনি। তাই মার্কিন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার আগে সান ফ্রান্সিস্কোর ইউএস কোর্ট অফ অ্যাপিল ফর নর্থ সার্কিট-এও মামলা রুজু করেন রানা। কিন্তু, সেখানেও তিনি ব্যর্থ হন। আর সেটাই ছিল রানার কাছে শেষ আইনি অবলম্বন। যেটা তাঁর হাতছাড়া হয়।
গত ১৬ ডিসেম্বর মার্কিন সলিসিটর জেনারেল এলিজাবেথ বি প্রিলগার মার্কিন সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেন, যাতে শীর্ষ আদালত রানার আবেদন খারিজ করে দেয়।
রানার তরফে আদালতে মামলা লড়ছিলেন আইনজীবী জশুয়া এল ড্যানিয়েল। তিনি গত ২৩ ডিসেম্বর মার্কিন সরকারের প্রস্তাব চ্যালেঞ্জ করেন এবং সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানান, যাতে এই মামলায় রানার রিট পিটিশন গ্রহণ করা হয়। কিন্তু, শেষ পর্যন্ত মার্কিন শীর্ষ আদালত রানার আবেদনের বিরুদ্ধেই রায় ঘোষণা করল।
২০০৮ সালের ২৬ নভেম্বর ভারতের বাণিজ্যনগরী মুম্বইয়ে এক ভয়াবহ জঙ্গি হামলা চালানো হয়। পরবর্তীতে তদন্তে সামনে আসে এই হামলার নেপথ্যে ছিল পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈবা। এবং এই হামলার অন্যতম চক্রী ছিলেন পাক বংশোদ্ভূত মার্কিন নাগরিক ডেভিড কোলম্যান হেডলি। তাহাউর রানা এই হেডলিরই সহযোগী। ২০০৮ সালের সেই মুম্বই হামলায় প্রাণ গিয়েছিল ১৬৬ জনের। যাঁদের মধ্যে ছ’জন মার্কিন নাগরিকও ছিলেন। হামলা চালিয়েছিল ১০ জন পাকিস্তানি জঙ্গি। যাদের সকলকেই নিকেশ করা হয় (আজমল কাসভের ফাঁসি-সহ)। ১৭ বছর আগের সেই জঙ্গি হামলা চলেছিল প্রায় ৬০ ঘণ্টা ধরে!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*