পিছিয়ে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের পরীক্ষা, নয়া সূচি প্রকাশ

Spread the love

রাজ্যে পঞ্চায়েত ভোটের দামামা বেজেছে। চলছে ভোট প্রস্তুতি।এর জন্য পিছিয়ে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ের একাধিক পরীক্ষা। প্রাথমিকভাবে আগামী ২৭ জুন থেকে বিএ, বিএসসি এবং বি.কম অনার্স ও জেনারেলের ষষ্ঠ সেমেস্টার এবং তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। তা পিছিয়ে আগামী ১৫ জুলাই থেকে পরীক্ষা শুরু হবে বলে জানানো হয়েছে। ইতিমধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে পরীক্ষার নয়া সূচিও প্রকাশ করা হয়েছে। নয়া সূচি অনুযায়ী, আগামী ২৪ জুলাই পর্যন্ত বি.এ, বি.এসসি এবং বি.কম অনার্স ও জেনারেলের ষষ্ঠ সেমেস্টার এবং তৃতীয় বর্ষের পরীক্ষা চলবে। শেষদিন পরিবেশ বিজ্ঞান পরীক্ষা হবে। পরদিন থেকে শুরু হবে প্র্যাকটিকাল/প্রজেক্টের পরীক্ষা। তা চলবে আগামী ৫ অগস্ট পর্যন্ত।

একনজরে দেখে নেওয়া যাক কোন কোন পরীক্ষা পিছলো-

১) বি.এ/বি.এসসি ষষ্ঠ সেমেস্টার (অনার্স)।
২) বি.এ/বি.এসসি ষষ্ঠ সেমেস্টার (জেনারেল)।
৩) বি.এ/বি.এসসি/বি.কম ষষ্ঠ সেমেস্টার (মেজর)।
৪) বি.কম ষষ্ঠ সেমেস্টার (অনার্স এবং জেনারেল)।
৫) বি.এ/বি.এসসি/বি.মিউস তৃতীয় বর্ষ (অনার্স)।
৬) বি.এ/বি.এসসি তৃতীয় বর্ষ (জেনারেল)।
৭) বি.এ/বি.এসসি/বি.কম তৃতীয় বর্ষ (মেজর)।
৮) বি.কম তৃতীয় বর্ষ (অনার্স)।
৯) বি.কম তৃতীয় বর্ষ (জেনারেল)।

কলকাতা বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, পঞ্চায়েত ভোটের জন্য বিভিন্ন কলেজগুলিকে ব্যবহার করবে রাজ্য নির্বাচন কমিশন। বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলিতে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন কাজ চলবে। সেই পরিস্থিতিতে পুরোদমে বি.এ, বি.এসসি এবং বি.কম অনার্স ও জেনারেলের ষষ্ঠ সেমেস্টার এবং তৃতীয় বর্ষের পরীক্ষা নেওয়া যেত না। সেই বিষয়টি বিবেচনা করেই পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাশাপাশি কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, অ্যাডমিট কার্ডে বি.এ, বি.এসসি এবং বি.কম অনার্স ও জেনারেলের ষষ্ঠ সেমেস্টার এবং তৃতীয় বর্ষের পরীক্ষার যে সময় এবং কেন্দ্র দেওয়া আছে, সেটা অপরিবর্তিত থাকছে। তাতে কোনও হেরফের করা হচ্ছে না। শুধুমাত্র পরীক্ষার দিন পালটানো হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*