রোজদিন ডেস্ক:- বাংলাদেশে হিন্দু নিপীড়ন তো চলছেই। চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতার, তাঁর আইনজীবীকে মারধর, হিন্দু মহিলা সাংবাদিককে হেনস্থা, চট্টগ্রাম বিশ্ববিদ্য়ালয়ের অধ্যাপককে প্রহার, হিন্দুদের ঘর-বাড়িতে আগুন, মন্দিরে ভাঙচুরের পর, এবার এক হিন্দু গৃহবধূর খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। সব নিয়ে উত্তাল বাংলাদেশ। এরই মধ্যে ইস্কোন প্রভু চিনময়কৃষ্ণ দাস কে নিয়ে ঔদ্ধত্যতার সীমা অতিক্রম করলো বাংলাদেশ।
অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পর এবার বাংলাদেশের নজরে শুভেন্দু অধিকারী। উগ্রতাবাদীরা এবার শুভেন্দু অধিকারী কুশপুত্তলিকার গলায় জুতোর মালা পরালেন।
শুধু তাই নয়, ধর্মীয় গোড়ামির নিকৃষ্ট মানসিকতার বশীভূত হয়ে উগ্রতাবাদীরা ইসকন প্রভু চিন্ময় কৃষ্ণ দাসের কুশপুত্তলিকার গলাতেও পরালেন জুতোর মালা।
pic.twitter.com/toO2GKNH4w
— Voice of Bangladeshi Hindus 🇧🇩 (@VHindus71) December 7, 2024
Be the first to comment