উদ্ধব ঠাকরে শিবির থেকে আরও তিনটি পাতা খসল। বৃহস্পতিবার সকালে আরও ৩ শিবসেনা বিধায়ক গুয়াহাটি এসে পৌঁছলেন। এমনিতেই অম্বুবাচী উপলক্ষে গুয়াহাটির কামাক্ষা মন্দির এখন সরগরম। তার মধ্যে মারাঠা-বিদ্রোহের কেন্দ্রবিন্দু হয়ে ওঠায় গুয়াহাটি শহরের পারদ চড়ে গিয়েছে। এর মধ্যেই এদিন সকালে সাওয়ান্তওয়াড়ির বিধায়ক দীপক কেশকর, চেম্বুরের বিধায়ক মঙ্গেশ কুড়লকর এবং দাদরের বিধায়ক সদা সর্বঙ্কর মুম্বই-গুয়াহাটির বিমান ধরে শহরে বিলাসবহুল হোটেল।
বিদ্রোহীদের দলনেতা একনাথ শিণ্ডের এক ঘনিষ্ঠ সহযোগী একথা জানিয়ে বলেছেন, বুধবার রাতেই রাজ্যের মন্ত্রী গুলাবরাও পাটিলসহ আরও ৪ বিধায়ক তাঁদের শিবিরে এসে যোগ দিয়েছেন। একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকের খবর, বিজেপি একনাথ শিণ্ডেকে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী পদের প্রস্তাব দিয়ে রেখেছে। ২০১৯ সালে এনসিপি নেতা অজিত পাওয়ারকেও একই টোপ ফেলে ছিপে বিঁধেছিল বিজেপি।
এদিন পর্যন্ত বিধায়কের সংখ্যায় উদ্ধব ‘সাহেবে’র ঘরে আর মাত্র ১৬ জন বিধায়ক রয়েছেন। সরকার টেকাতে এদিন সকালেই শরদ পাওয়ারের সিলভার ওক বাড়িতে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ ওয়ালসে পাটিল এনসিপি প্রধানের সঙ্গে বৈঠকে বসেন। তারপর বেলা ১১টা নাগাদ পাওয়ার এক বৈঠক ডেকেছেন ওয়াই বি চ্যবন সেন্টারে। সেই বৈঠকে সরকারপক্ষের প্রতিনিধি হিসেবে জিতেন্দ্র অওয়ধ থাকতে পারেন।
Be the first to comment