রোজদিন ডেস্ক :- পাঁচ বছর আগে দিল্লির বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিল আম আদমি পার্টি। সেই সময় ভোটের আগে দিল্লির জনগণকে যে প্রতিশ্রুতিগুলি দেওয়া হয়েছিল, তার মধ্যে তিনটি পূরণ করা সম্ভব হয়নি। দিল্লির আসন্ন বিধানসভা নির্বাচনের আগে একথাই স্বীকার করলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল।
কেজরির দল যে তিনটি প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে, তা হল- যমুনা নদীর সাফাই এবং দূষণ রোধ করা, প্রতিটি পরিবারের জন্য বিশুদ্ধ পানীয় জল নিশ্চিত করা এবং দিল্লির সমস্ত সড়ককে ইউরোপীয় মান অনুযায়ী গড়ে তোলা। কিন্তু কেন পাঁচ বছরে দিল্লির আপ সরকার এই তিন প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয়েছে? এ প্রসঙ্গে কেজরিওয়াল বলেন, ‘আমরা যে তিনটি প্রতিশ্রুতি পূরণ করতে পারিনি, তার পেছনে দু’টি প্রাথমিক কারণ রয়েছে। ২০২০ সালের বিধানসভা ভোটের পর প্রথম আড়াই থেকে তিন বছর কোভিড অতিমারির ধাক্কা সামলাতে হয়েছে। পরবর্তী সময়ে সরকারে মন্ত্রী এবং জনপ্রতিনিধিদের বিভিন্ন ভুয়ো মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানো হয়েছে। আমিও বাদ পড়িনি।’ তবে কেজরিওয়াল জানিয়েছেন, এখন তাঁর সরকারের কাছে এই লক্ষ্যগুলি অর্জনের একটি সম্পূর্ণ পরিকল্পনা এবং প্রয়োজনীয় তহবিল রয়েছে। তাই তাঁকে পুনরায় নির্বাচিত করার জন্য ভোটারদের আহ্বান জানিয়ে কেজরিওয়াল বলেন, ‘আমাকে আরও একটি সুযোগ দিন। আগামী পাঁচ বছরে আমি এই কাজগুলি সম্পূর্ণ করব।’
প্রসঙ্গত, আবগারি দুর্নীতি মামলায় অভিযুক্ত হওয়ার পর গত সেপ্টেম্বরে দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন অরবিন্দ কেজরিওয়াল। তাঁর পরিবর্তে স্থলাভিষিক্ত হন অতিশী মারলেনা। এদিকে ২০২৪ সালের লোকসভা ভোটে দিল্লিতে আপ-কংগ্রেস সমঝোতা করে লড়লেও ৭টি আসনে জেতে বিজেপি। এই পরিস্থিতিতে কেজরিওয়াল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এবারের দিল্লি বিধানসভা ভোটে একাই লড়বে আপ। ইতিমধ্যেই কেজরির দল দুই দফায় ৩১ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। যাদের মধ্যে বেশিরভাগই কংগ্রেস বা বিজেপি ছেড়ে আসা নেতা। আগামী বছর ফেব্রুয়ারিতে দিল্লিতে বিধানসভা ভোট হওয়ার কথা। সেক্ষেত্রে ডিসেম্বরের শেষে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হতে পারে।
Be the first to comment