১৯-র নির্বাচনের আগে ফের চাপের মুখে বিজেপি ৷ একের পর এক সাংসদের দলত্যাগের জেরে বেশ কিছুটা ব্যাকফুটে গেরুয়া শিবির ৷ এবার লাদাখ কেন্দ্রের সাংসদ থুপস্টান চিওয়াং দলত্যাগ করলেন ৷ বৃহস্পতিবার বিজেপির রাজ্য সভাপতি রবীন্দ্র রায়নার কাছে পদত্যাগপত্রের চিঠি লিখে পাঠান থুপস্টান ৷ লোকসভার স্পিকারের কাছেও চিঠি লিখেছেন থুপস্টান ৷
তবে, কি কারণে দলত্যাগ করলেন প্রবীণ সাংসদ ? সেই বিষয়টি স্পষ্ট নয় ৷ এই প্রসঙ্গে রায়না বললেন, সম্ভবত বার্ধক্যজনিত কারণেই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি ৷ কারণ বিগত কয়েক মাস ধরেই তিনি একাধিক রোগে ভুগছেন ৷
Be the first to comment