ওড়িশার সাতকোশিয়া বাঘ সংরক্ষণ অরণ্যে ফের উদ্ধার হল একটি বাঘের দেহ, পড়ুন!

Spread the love
ওড়িশার সাতকোশিয়া বাঘ-সংরক্ষণ অরণ্যে ফের উদ্ধার হল একটি বাঘের দেহ। বন দফতর জানিয়েছে, বছর চারেকের মহাবীরের মৃত্যুর কারণ এখনও বোঝা যায়নি। তার গলায় গভীর ক্ষত দেখা গিয়েছে।
চলতি বছরের গোড়ায় মধ্যপ্রদেশের কানহা অরণ্য থেকে সাতকোশিয়ায় আনা হয়েছিল বছর তিনেকের রয়্যাল বেঙ্গল টাইগার, মহাবীরকে। সাতকোশিয়ায় ভালই ছিল সে। কিন্তু বৃহস্পতিবার আচমকাই উদ্ধার হল দেহ। দেখে মনে হচ্ছে, কয়েক দিন আগেই মৃত্যু হয়েছে তার। ঘাড়ের ক্ষতয় থিকথিক করছে পোকা। অনুমান, ক্ষতয় সংক্রমণের কারণেই মারা গিয়েছে বাঘটি। এমনও হতে পারে, চোরাশিকারিদের আক্রমণেই ওই ক্ষত হয়েছিল মহাবীরের।
বন দফতর জানিয়েছে, মৃত্যুর কারণ জানতে বাঘটির দেহ ময়না-তদন্তে পাঠানো হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*