তিতলির তাণ্ডবে অন্ধ্রপ্রদেশে মৃত ৮

A man stands near Arjipalli beach during rain and strong winds caused by cyclonic storm named Titli, or Butterfly near Gopalpur on the Bay of Bengal coast, Ganjam district, eastern Orissa state, India, Thursday, Oct.11, 2018. The severe cyclone damaged mud huts and uprooted trees and electric poles Thursday in eastern India where authorities have moved nearly 300,000 people to higher ground. (AP Photo)
Spread the love

ক্রমশ বাড়ছে ঘূর্ণিঝড় তিতলির ভয়াবহতা । তিতলির তাণ্ডবে অন্ধ্রপ্রদেশে মৃত ৮ । সর্বাধিক ক্ষতিগ্রস্ত শ্রীকাকুলাম । অন্ধ্র-ওড়িশার উপকূলবর্তী এলাকায় জারি হয়েছে অতিরিক্ত সতর্কতা । বৃহস্পতিবার সকালেই ওড়িশার গঞ্জাম জেলার গোপালপুরের সমুদ্রতটে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ‘তিতলি’ । ভোর পাঁচটা নাগাদই ওড়িশায় শুরু হয়  ঘূর্ণিঝড় । অন্ধ্র-প্রদেশের পালাসা উপকূলেও আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় । বাতাসের গতিবেগ প্রায় ১৪০-১৫০/ ঘন্টা ।  

ভয়াবহ ঘূর্ণিঝড় তিতলির শিকার হয়েছেন দুজন । অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামে সাইক্লোনে প্রাণ হারালেন দু’জন । পালাসার নিকটবর্তী সারুবুজ্জিলিতে গাছ পড়ে মারা গিয়েছেন দু’জন ।

আবহাওয়া দফতর সূত্রের খবর অনুযায়ী ওড়িশার গোপালপুরে বাতাসের গতিবেগ ঘন্টা প্রতি ১২৬কি.মি. । কলিঙ্গপট্টানামে বাতাসের গতিবেগ প্রায় ৫৬ কি.মি/ ঘন্টা । ঘূর্ণিঝড়ের জেরে ইতিমধ্যেই ব্যহত হয়েছে বিদ্যুত সরবরাহ । গোপালপুর ও বেহরামপুর সহ বেশ কয়েকটি জায়গায় বিপর্যস্ত হয়েছে সড়ক পরিবহণ ব্যবস্থা ।

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*