একুশের নির্বাচনের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। ভোটের দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে রাজনৈতিত উত্তাপ। বাংলায় ফের রাজনৈতিক হিংসার ঘটনায় উত্তজেনা ছড়াল। তৃণমূল-বিজেপি সংঘর্ষে এক তৃণমূল কর্মীর মৃত্যুর অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের পিন্ডরাকুলি গ্রামে। জানা যাচ্ছে, নিহত তৃণমূল কর্মীর নাম দুর্গা সোরেন (৫৫)। এই ঘটনাকে ঘিরে উত্তপ্ত রয়েছে এলাকা।
এ ঘটনা প্রসঙ্গে নিহত দুর্গা সোরেনের স্ত্রী সাকরো সোরেন বলেন, বিজেপির লোকেরা আমায় ও আমার স্বামীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে।’ এ নিয়েই ঝামেলার সূত্রপাত। এরপরই তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে হাতাহাতি বাধে। অন্যদিকে, আগুইবনির গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য মানিক সাউয়ের অভিযোগ,’আমার ভাই তারক সাউকে মারধর করেছে তৃণমূলের লোকেরা। এখন ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি আছে।’ তৃণমূলের আগুইবনি অঞ্চলের সভাপতি জগদীশ মাহাতো পালটা বলেন,’গন্ডগোলের ঘটনায় আমাদের কর্মী দুর্গা সোরেনের মৃত্যু হয়েছে।’
সংঘর্ষের ঘটনায় জখম অবস্থায় দুর্গা সোরেনকে হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে তাঁকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঝাড়গ্রাম জেলা হাসপাতালে পুলিশ সুপার ইন্দিরা মুখোপাধ্যায়ের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার, SDPO, IC-সহ পুলিশের বাহিনী আসে। ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার ইন্দিরা মুখোপাধ্যায় বলেন,’ঘটনার কথা শুনেছি।কী কারণে মৃত্যু হয়েছে তা এখনই বলা সম্ভব নয়। ময়নাতদন্তের পর বলা যাবে। আমরা তদন্ত করে বিষয়টি দেখছি।’
Be the first to comment