খুব সম্ভবত আগামীকালই আসন্ন বিধানসভা ভোটের জন্য দলীয় প্রার্থী তালিকা প্রকাশ করবে তৃণমূল। গতকালই দলের নির্বাচন কমিটিকে নিয়ে বৈঠক করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল সূত্রের খবর, অশীতিপর কোনও নেতাকে এবার প্রার্থী তালিকায় রাখা হবে না। অস্বচ্ছ ভাবমূর্তি এবং জনসংযোগের অভাব রয়েছে, এমন নেতাদেরও টিকিট না পাওয়ার আশঙ্কাই বেশি।
তৃণমূলের এই মাপকাঠিতে একাধিক অশীতিপর বিধায়ক এবার আর প্রার্থী না-হতেও পারেন। কারণ, দলের বেশ কয়েক জন বিধায়ক রয়েছেন, যাঁদের বয়স ৮০ পেরিয়ে গিয়েছে। এই জায়গায় নবীন মুখ আনতে চাইছে তৃণমূল।
এবার কিন্তু এলাকায় প্রার্থীর গ্রহণযোগ্যতা, জয়ের সম্ভাবনা এবং ভাবমূর্তিকে প্রাধান্য দেওয়া হচ্ছে। সেই কারণে প্রার্থী তালিকায় একগুচ্ছ নতুন মুখ থাকার সম্ভাবনা রয়েছে।
Be the first to comment