অর্জুন সিংহের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাঃ পার্থ চট্টোপাধ্যায়

Spread the love

অর্জুন সিংহের বিজেপি যোগদান করার ফলে তার বিধায়ক পদ নিয়ে স্পিকারের কাছে যাবে তৃণমূল কংগ্রেস। যেহেতু তিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক তাই এই বিষয়ে স্পিকারের কাছে বিষয়টি নিয়ে বিচার বিবেচনার জন্য পাঠাবেন তারা। এছাড়াও অর্জুনের বিরুদ্ধে দলের তরফ থেকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া এমনটাই জানান পার্থ চট্টোপাধ্যায়। তৃণমূল ভবনে এক সাংবাদিক সম্মেলনে আজ পার্থ চট্টোপাধ্যায় বলেন, ৬ বছরের জন্য অর্জুন সিংহকে দল থেকে সাসপেন্ড করা হলো। মিডিয়ার উদ্দেশ্য পার্থ বাবু বলেন আপনারাই ওদের বেশি প্রাধান্য দিচ্ছেন। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দিনেশ ত্রিবেদী। তিনি আত্মবিশ্বাসী যে তিনি ব্যারাকপুর কেন্দ্র থেকে জয়লাভ করবেন। পার্থবাবুরাও সমান আত্মবিশ্বাসী হয়ে বলেন তৃণমূল কংগ্রেসের টিকিটে দিনেশ বাবু জয়লাভ করবেন। 

এদিন উত্তর ২৪ পরগনা, ভাটপাড়া ও ব্যারাকপুর অঞ্চল থেকে অন্য দলের নেতৃত্ব যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। তাদের মধ্যে ধর্মপাল গুপ্তা বিজেপি থেকে, সোমনাথ শ্যাম- কংগ্রেস, জিতেন্দ্র সাউ নির্দল, রাজকুমার যাদব- কংগ্রেস, সঞ্জয়  সিংহ -সিপিএম ও বিজয় সিংহ -বিজেপি এই সঞ্জয় আর বিজয় হলেন অর্জুন সিংহের আত্মীয়। এরা সকলে তৃণমূল কংগ্রেসের পতাকা ধরলেন৷ 

পার্থ বাবু আরোও বলেন যে দিনেশ ত্রিবেদীও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, দিনেশ ত্রিবেদী ব্যারাকপুর থেকে জয়লাভ করবেন। এবং যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে নেতা হয়েছে এবং পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে পিছন থেকে ছুরি মারলো তাদেরকে আমরা সবাই মিলে একত্রিত হয়ে হারানো প্রয়োজন। আমাদের দল অত্যন্ত মজবুত আছে আগামী দিনেও আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করব। এবং মমতা মডেলকে সামনে রেখে সামনে এগিয়ে যাবো। 

তিনি বলেন, আমাদের লক্ষ ৪২শে ৪২, ওরা যতই প্রচার করুক হাজার প্রচারেও কাজ হবেনা৷ দিলীপ ঘোষ এক মন্তব্য করছিলেন যে কেন্দ্র সরকার টাকা দিয়েছে কিন্তু রাজ্য সরকার তা অস্বীকার করছে৷ এই বিষয়ে পার্থবাবু বলেন দিলীপ ঘোষ কি কেন্দ্র সরকারের মুখ্যপাত্র। ওদের প্রকল্প উজ্জ্বলার বিজ্ঞাপনে যা খরচ হয় প্রকল্পে অত মানুষ সুযোগসুবিধা পায়না৷ তিনি বলেন বিজেপি দলে কিছু নেই ওরা শুধু অন্যদলের লোকেদের ভাঙাচ্ছে। যতই ওরা অর্থ, প্রলোভন দিক মানুষ ওদের পরাস্ত করবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সততা, সংগ্রাম ও আত্মত্যাগ, পরিশ্রমের জন্য কেউই মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে যাবেননা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*