পিয়ালি আচার্য ও মাসানুর রহমান,
গতবারের জয়ী প্রার্থীদের মধ্যে তৃণমূল কংগ্রেসের লোকসভা নির্বাচনে যারা এবারে লড়ছেন না তারা হলেন সুব্রত বক্সী, সুগত বসু, সন্ধ্যা রায়, তাপস পাল, পার্থপ্রতিম রায়, উমা সোরেন, ইদ্রিশ আলী। মঙ্গলবার প্রার্থী ঘোষণার সময় সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই ছিলেন সুব্রত বক্সী, সন্ধ্যা রায়, উমা সোরেনরা।
দক্ষিণ কলকাতার বিদায়ী সাংসদ সুব্রত বক্সীর বিষয়ে এদিন দলনেত্রী বলেন সুব্রত বক্সী আমাদের দলের রাজ্য সভাপতি এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বলেছেন আমি দাঁড়াতে ইচ্ছুক নই কারণ, সবাই প্রতিদ্বন্দ্বিতা করলে দলের হয়ে কাজ করবে কে? আমি দল করব, দলের হয়ে আরোও বেশি করে কাজ করতে চাই।
যাদবপুরের বিদায়ী সাংসদ সুগত বসু বলেছেন, তিনি লড়তে চাননা কারণ তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। বিশ্ববিদ্যালয় তাঁকে ভোটে লড়ার অনুমতি দেননি।
পাশাপাশি মেদিনীপুরের তৃণমূল কংগ্রেসের বিদায়ী সাংসদ সন্ধ্যা রায়ের বিষয়ে দলনেত্রী বলেন, যে তিনি অনেক ভালো কাজ করেছেন এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ছুটে দৌড়ে কাজ করায় তাঁর সমস্যা আছে তাই দলে ভালো জায়গায় তাঁকে কাজ করার জায়গা দেওয়া হবে।
এছাড়া কৃষ্ণনগরের তাপস পালের জায়গায় এবার নির্বাচনে লড়বেন মহুয়া মৈত্র।
কোচবিহারের পার্থপ্রতিম রায়ের জায়গায় প্রার্থী হয়েছেন পরেশ চন্দ্র অধিকারী। এদিন মমতা বলেন, ও দলে থাকলে ওকে অন্য কাজে ব্যবহার করা হবে।
ঝাড়গ্রামের বিদায়ী সাংসদ উমা সোরেনের বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ও বাচ্চা মেয়ে ওকে দলের হয়ে অন্য কাজ দেওয়া হবে। অন্যদিকে ইদ্রিশ আলীকে বসিরহাট লোকসভা থেকে সরিয়ে উলুবেড়িয়া বিধানসভার উপনির্বাচনে প্রার্থী করা হয়েছে।
রানাঘাটে গতবারের সাংসদ তাপস মণ্ডলের জায়গায় এবার নির্বাচনে লড়বেন নিহত সত্যজিৎ বিশ্বাসের স্ত্রী রূপালি বিশ্বাস।
Be the first to comment