রাজ্যপালের সঙ্গে দেখা করতে দার্জিলিংয়ের উদ্দেশে রওনা তৃণমূলের প্রতিনিধি দলের

Spread the love

রাজভবনের সামনে বাংলার বকেয়া আদায়ের দাবিতে ধর্নায় বসেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও রাজ্যপাল রাজভবনে নেই। কিন্তু তিনি না ফেরা পর্যন্ত নিজের অবস্থান থেকে এক চুল নড়বেন না বলে জানিয়েছেন অভিষেক। তৃণমূলের ধর্নার চাপে পড়ে দার্জিলিংয়ে শনিবার দেখা করার জন্য সময় দিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেকে ও’ব্রায়েনকে ইমেল করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আজ বিকেলে সাক্ষাতের সময় দেওয়া হয়েছে। সেইমতো কিছুক্ষণ আগে দার্জিলিংয়ের উদ্দেশে রওনা দিল তৃণমূলের তিন সদস্যের প্রতিনিধি দল।

তৃণমূল আগেই জানিয়েছে কলকাতায় এসে রাজভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সময় দিতে হবে দেখা করার জন্য। তবেই তৃণমূল রাজভবনের সামনে থেকে ধর্না তুলবে তৃণমূল। শুক্রবার ধর্না মঞ্চ থেকে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে এই বার্তাই দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি রাজ্যপালের সৌজন্যতাকে সম্মান জানিয়ে তিনি প্রতিনিধি দল পাঠাবেন বলে কালকেই জানিয়েছিলেন। আজ সকালেই কলকাতা বিমানবন্দরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র এবং পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারদের দেখা যায়। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যপালের আমন্ত্রণের সৌজন্যতা বজায় রেখে অভিষেকের নির্দেশ মতো এই প্রতিনিধি দল বাংলার বকেয়া আদায়ের কথাই জানাবে রাজ্যপালকে। সাংসদ মহুয়া মৈত্র বলেন উত্তরবঙ্গের দুর্যোগের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি মুহূর্তে তিনি খোঁজখবর রাখছেন এবং ত্রাণ থেকে শুরু করে একাধিক প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে রাজ্য সরকার। ইতিমধ্যেই রাজ্যের মন্ত্রীদের সেখানে পাঠানো হয়েছে। তাই রাজ্যপালের সেখানে করার কিছু নেই, প্রয়োজনে মুখ্যমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে তিনি পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করতে পারেন। অথচ বাংলার মানুষের যে গুরুতর সমস্যা রয়েছে সেটা এড়িয়ে যেতে তিনি কখনও দার্জিলিং কখনও দিল্লি করে বেড়াচ্ছেন। আজ বিকেলে দার্জিলিংয়ের রাজভবনে তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সাক্ষাৎ হবে বলে খবর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*