পুরভোটের পরেও বিভিন্ন পুরসভায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট হচ্ছে। পুরবোর্ড গঠনকে কেন্দ্র করে রাজ্যের বহু পুরসভায় গোষ্ঠী কোন্দলে জেরবার তৃণমূল। ইতিমধ্যেই এই সমস্যা মেটাতে তৎপর হয়েছে তৃণমূল কংগ্রেস। শীর্ষ নেতৃত্ব এনিয়ে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তারপরেও পরিস্থিতি বাগে আনা সম্ভব হচ্ছে না। এবার গোষ্ঠীদ্বন্দ্বের জেরে আত্মহত্যার চেষ্টা করলেন এক তৃণমূল নেতা। ঘটনাটি জলপাইগুড়ি পুরসভার।
জলপাইগুড়ির ২৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পৌষালি দাস সরকারের স্বামী শান্তনু সরকার শনিবার সন্ধ্যায় বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। আশঙ্কাজনক অবস্থায় তিনি ভর্তি রয়েছেন জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। এই ঘটনায় স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধেও অভিযোগের আঙুল তুলেছেন কাউন্সিলর পৌষালি দাস। তাঁর অভিযোগ, দলের কিছু নেতা তাঁর স্বামীকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন। তৃণমূল কাউন্সিলরের আত্মহত্যার চেষ্টাকে কেন্দ্র করে এদিন ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
ঘটনার খবর পাওয়ার পরেই হাসপাতলে তাঁকে দেখতে যান পুরসভার ভাইস চেয়ারম্যান তথা জেলা যুব তৃণমূল সভাপতি সৈকত চট্টোপাধ্যায়। পৌষালি দাস জানিয়েছেন, ‘তাঁর স্বামীর আত্মহত্যার চেষ্টার বিষয় নিয়ে তিনি দলীয় নেতৃত্বের কাছে অভিযোগ করবেন। পরিবারের সঙ্গে কথা বলে সৈকত চট্টোপাধ্যায় জানান, ‘দলীয়ভাবে তিনি যদি অভিযোগ জানান তাহলে নিশ্চয়ই সেই অভিযোগ খতিয়ে দেখা হবে।’ প্রসঙ্গত, জলপাইগুড়ি পুরসভার ২৫ টি ওয়ার্ডের মধ্যে ২২ টিতে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। ২টি পেয়েছে কংগ্রেস এবং ১ টি সিপিএমের দখলে।
Be the first to comment