রাজ্যসভার প্রস্তুতি তৃণমূলের, আগামিকালই বিধায়কদের তলব বিধানসভায়

Spread the love

রাজ্যসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করছে তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েত ভোটের পরদিন অর্থাৎ ৯ জুলাই রবিবার তৃণমূল কংগ্রেসের সব বিধায়কদের বিধানসভায় তলব করা হয়েছে। কারণ আগামী ১৮ অগাস্ট পশ্চিমবঙ্গের ৬টি আসনে রাজ্যসভার নির্বাচন। আগামী ১২ জুলাই রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়ন দেবেন শাসকদলের প্রার্থীরা।

আগামিকাল, রবিবারই তৃণমূল পরিষদীয় দলের তরফে সকল বিধায়ককেই উপস্থিত থাকার কথা বলা হয়েছে। কিন্তু ১২ জুলাই মনোনয়ন জমা দিতে বলা হলেও কেন আগামিকাল সব তৃণমূল বিধায়ককে ডেকে পাঠানো হয়েছে? জানানো হয়েছে, রাজ্যসভা প্রার্থীর মনোনয়নপত্রে প্রস্তাবক হিসেবে স্বাক্ষর করতে হবে এই কারণে। আগামিকাল বিধানসভায় থাকবেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। কিন্তু শনিবার পঞ্চায়েত ভোট হওয়ার জন্য রবিবার হয়তো সব বিধায়ক কলকাতায় পৌঁছাতে পারবেন না। সেক্ষেত্রে যাঁরা ৯ জুলাই বিধানসভায় যেতে পারবেন না, তাঁদের ১২ জুলাই সকালে যেতে বলা হয়েছে। তৃণমূল সূত্রে খবর, সুখেন্দুশেখর রায়, ডেরেক ও’ব্রায়েন, দোলা সেনের আবারও মনোনয়ন নিশ্চিত। তবে শান্তা ছেত্রী-সুস্মিতা দেব থাকবেন কিনা পরে জানা যাবে।

১৮ অগাস্ট গোয়ার লুইজিনহো ফেলেরিওর ছেড়ে যাওয়া আসনে উপনির্বাচনও হওয়ার কথা। এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের প্রার্থীর নাম চূড়ান্ত হয়নি। ৯ জুলাই প্রার্থী চূড়ান্ত হতে পারে। জানা যাচ্ছে বিজেপি মনোনয়নপত্র জমা দেবে ১০ অথবা ১১জুলাই। ৭টি আসনের মধ্যে বিজেপির নিশ্চিত আসন হল একটি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*